সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার রেশন দো’কা’ন থেকে পা’বে’ন গ্যাস সিলিন্ডার, খাদ্য মন্ত্রকের অ’ভি’ন’ব প’দ’ক্ষে’প

এবার থেকে রেশন দোকানেই মিলবে রান্নার গ্যাস। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আসন্ন বাজেটে এই বিষয়টির উল্লেখ থাকবে বলে সূত্রের খবর। ওই বৈঠকে বিভিন্ন রাজ্যের রেশন ডিলারদের প্রতিনিধিরা ছিলেন। এর পাশাপাশি ছিলেন খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে, ন্যফেডের প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের শীর্ষ আর্থিক উপদেষ্টাও।

রেশন ডিলারদের একটি বড় অংশ দীর্ঘদিন এই বিষয়টি নিয়ে দাবি তুলছিলেন। কেন্দ্রের তরফে শুরুতে ভর্তুকি বিহীন রান্নার গ্যাস রেশন দোকান থেকে দেওয়ার কথা বলেছিল। কিন্তু ডিলাররা সেই দাবি মানেননি বলে জানিয়েছেন তাঁরা। তারপরেই স্থির হয় ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসও রেশন দোকান থেকে দেওয়া হবে। এর পাশাপাশি তেল ও ডালের মতো সামগ্রীও দেওয়ার দাবি করেন রেশন ডিলার সংগঠনের প্রতিনিধিরা।

সেই বিষয়টিও কেন্দ্র ভাবনা চিন্তা করছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, রেশন ডিলারদের সঙ্গে কেন্দ্রীয় আধিকারিকদের ওই বৈঠকে স্থির হয়েছে রেশনে পাঁচ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে। শুক্রবার দিল্লির বঙ্গ ভবনে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে এ কথা জানানো হয়েছে।