সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আত্মবিশ্বাসী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, মার্চেই মা’র্কে’টে আ’না হ’চ্ছে LIC IPO

চলতি অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী জানিয়েছেন চলতি অর্থবর্ষে ও শেষ হওয়ার আগেই বাজারে এলআইসি আইপিও আসতে চলেছে। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। বিশিষ্ট সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্চ মাসের মধ্যেই বাজারে এলআইসির আইপিও আসতে চলেছে। অর্থমন্ত্রী জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর এলআইসি আইপিও বাজারে আনা হবে।

অর্থমন্ত্রী এও জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণের পর এলআইসি আইপিও বাজারে আনাসহ বিভিন্ন প্রকল্পের উপর জোর দেবে মোদী সরকার। এয়ার ইন্ডিয়ার সংস্থা লোকসানে চলছিল। যে কারণে তার জন্য ক্রেতা পাওয়া ছিল কঠিন। অর্থমন্ত্রী জানিয়েছেন, এলআইসি আইপিও বাজারে আনার জন্য দ্রুততার সঙ্গে কাজ এগোনো হচ্ছে। এলআইসির মূল্যায়ন নিয়ে অর্থমন্ত্রী অবশ্য কিছু বলতে চাননি।

অর্থমন্ত্রী জানিয়েছেন আইপিও বাজারে ছাড়ার সময় এলআইসির মূল্যায়ন সম্পর্কে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। 2022-23 অর্থবছরের জন্য বিলগ্নীকরণ থেকে আয়ের লক্ষ্যমাত্রা কমিয়ে 65 হাজার টাকা করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন বাস্তব পরিসংখ্যান দেখে এই লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। সংখ্যার নিরিখে বড় অঙ্ক দেখানো হয়নি।

অর্থমন্ত্রী এও বলেছেন এর আগে যখন আরো বড় লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তখন প্রশ্ন উঠেছিল। এবার লক্ষ্য মাত্রা কমিয়ে দেওয়ার পরও নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি অনুযায়ী লক্ষ্য স্থির করা হয়েছে। বর্তমানে বাজারে করোনার জন্য চাপ রয়েছে। তাই সবদিক বিবেচনা করে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।