সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইনস্টাগ্রামের Reels-এ আ’রো মিলছে ফিচার্স, রয়েছে দারুণ স’ব ম’জা

সমীক্ষা করে দেখা গেছে বর্তমান সময়ে ইনস্টাগ্রামের ইউজার সংখ্যা ফেসবুকের থেকেও বেশি। বেশি হওয়ার কারণ রয়েছে কারণ instagram এ নতুন নতুন অনেক ফিচার রয়েছে যেগুলো অন্য সব সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে নেই। আকর্ষণীয় সব ফিচার, সেটা রিলস থেকে শুরু করে ছবি কিংবা ভিডিও আপলোডের ক্ষেত্রে।

কিন্তু এই instagram কে আরো আকর্ষণীয় করে তোলার জন্য ইতিমধ্যে আরো নতুন কিছু ফিচার যুক্ত করা হলো। এখানেই শেষ নয় কন্টেন্ট ও মেসেজ এর উপরেও instagram আরো বেশি মনোযোগী হয়ে উঠেছে। দিন যত যাচ্ছে ইনস্টাগ্রাম ততটাই জনপ্রিয় হয়ে উঠছে মানুষের মধ্যে।

ইনস্টাগ্রাম ইউজারদের জন্য যে নতুন ফিচার লঞ্চ হয়েছে সেটি হল শিডিউল পোস্ট ও রিয়েল ফিচার। এর দ্বারা কনটেন্ট ক্রিয়েটাররা নিজেদের কন্টেন্ট শিডিউল করে রাখতে পারবে ৭৫ দিনের জন্য। একের পর এক নতুন ফিচার নিয়ে আসার প্রধান লক্ষ্যই হচ্ছে ইউজারদের আরো বেশি আনন্দ দেওয়া ও instagram এর সাথে যুক্ত রাখা।

আরো পড়ুন: সুস্থ ও মন ভা’লো রাখতে অনুকূল ঠাকুরের এই বা’ণী আপনাকে নতুন প’থ দে’খা’বে

instagram এর ইউজার সংখ্যা এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে এইসব নতুন ফিচারের কারণে, আগামীতে এই সংখ্যাটাই আরো বৃদ্ধি করতে চায় তারা। এদিকে ক্রিয়েটারদের জন্য একটি অ্যাচিভমেন্ট সেকশনও নিয়ে এসেছে ইনস্টাগ্রাম। এর দ্বারা বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন ও তার সাথে পেয়ে যাবেন রিওয়ার্ড। instagram ফটো ও ভিডিওর ওপর মূল ফোকাস , যাতে মানুষ কোনো ভাবেই কোনো অভিযোগ না করতে পারে।।