সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রেন স’ফ’র কালে বার্থ পছ’ন্দ না হলে পরিবর্তন করতে পারবেন সহজেই! জানুন প’দ্ধ’তি

আমরা যারা ছোটো খাটো থেকে বড়ো সরো সব রকমের সফরেই ট্রেনের উপরই বেশি ভরসা করি আমরা তাই নিজেদের কমফোর্টবেল সিট খুঁজতে থাকি তবে একরকম বুকিং করে এক রকম পেলে মহা সমস্যায় পড়ি। বিশেষ করে যখন হুট করেই শরীর খারাপ হয়ে যায়। তাই সে সব কথা চিন্তা করেই রেলের তরফ থেকে নিজের সিট যাতে আপগ্রেড করা যায় তার ব্যাবস্থা করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী যাত্রী সুবিধার্থে এবং যাত্রীদের আরামদায়ক সফরের কথা ভেবে নানা সময়ে নানাবিধ পরিকল্পনা আনে ভারতীয় রেল। যেমন, আপনার যদি কোনো বার্থ পছন্দ না হয় তাহলে আপনি সেটি পরবর্তী সময়ে আপগ্রেড করে নিতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি স্লিপার কোচে ভ্রমণ করেন তবে আপনি যাত্রার সময় আসনটিকে এসি কোচে আপগ্রেড করতে পারবেন।

আর এর জন্য কোনো রেল কাউন্টারে যাওয়ার প্রয়োজন নেই। কারন এই সুবিধাটি যাত্রীদের সুবিধা মেটানো। এবং প্রয়োজনে যাত্রীদের পরিবর্তনশীল চাহিদা মেটানো। আর সেই কারণেই রেল এখন কিছু অতিরিক্ত অর্থের বিনিময়ে যাত্রীদের গন্তব্য পরিবর্তন করার মত সুবিধাও দিয়েছে। তাই আপনি আপনার ভ্রমণ সফর চলাকালীন TTE এর সাথে যোগাযোগ করবেন শুধু।

আরো খবর: তুমি পিছনে লাথি মে’রে’ছো, সোশ্যাল মিডিয়ায় বি’স্ফো’র’ক সানিয়া মির্জা

ধরুন আপনি স্লিপার কোচের পরিবর্তে এসি কোচে ভ্রমণ করতে চান আপনাকে তার জন্য TTE-র সাথে যোগাযোগ করতে হবে। যদি এসি কোচে আসন খালি থাকে তাহলে TTE আপনাকে এই বার্থ বরাদ্দ করবে। তবে আসন খালি থাকলে তবেই এই নতুন সিটের ব্যাবস্থা করা যাবে।

কিন্তু কোনো আসন না খালি থাকলে নতুন সিট পাওয়া যাবে না। তবে এই আপগ্রেট সিট পাওয়ার জন্য নতুন নিয়ম অনুযায়ী অতিরিক্ত কিছু মূল্য তখনই নগদ দিতে হবে TTE কে। তবে এই সুবিধা তখনই নিতে পারবেন যখন অন্য কোচে কোনো বার্থ খালি থাকবে। কিন্তু এই সুবিধায় অনেক মানুষের ইনস্ট্যান্ট সুবিধা মিলবে তা আর বলার অপেক্ষা রাখে না।