সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

LIC: প্যান-আধার লি’ঙ্ক না থাকলে পড়বেন স’ম’স্যা’য়, পলিসি হোল্ডাররা অবশ্যই জানুন

এলআইসি অর্থাৎ লাইফ ইন্সুরেন্স পলিসি আমাদের সকলের জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আপনিও যদি এলআইসি পলিসি হোল্ডার হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ বিষয়। কয়েকদিন আগেই লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, যারা এলআইসি পলিসি হোল্ডার রয়েছেন তাদের অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এলআইসির অফিশিয়াল ওয়েবসাইট থেকে সম্প্রতি এই খবরটি সকলকে জানানো হয়েছে।

প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক ডেডলাইন সরকারের তরফ থেকে দেওয়া রয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১। এই তারিখের মধ্যে আপনার লিংকের কাজ সম্পন্ন করতে হবে। তা না হলে আগামী সময়তে আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তবে আপনি যদি বয়স্ক হন তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ এই লিঙ্ক করানোর জন্য আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে না। বাড়িতে বসে খুব সহজে আপনি পলিসির সঙ্গে প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক করাতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক আপনাকে কি কি করতে হবে।

এলআইসির অফিশিয়াল ওয়েবসাইটে পলিসির তথ্যের সঙ্গে প্যান কার্ড এর সমস্ত তথ্য দিতে হবে আপনাকে। এরপর আপনার যে নম্বরটি এলআইসি হোল্ডারের সঙ্গে যুক্ত রয়েছে, সেই নম্বরটি রেজিস্টার করুন এবং রেজিস্টার করার মুহূর্তে আপনার কাছে একটি ওটিপি চলে যাবে। ফ্রম সাবমিট হওয়ার পর রেজিস্টার সাকসেসফুল বলে একটি মেসেজ আপনার ফোনে চলে যাবে।

পরে আপনাকে ফোন করে জানানো হবে পলিসির সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক আপনার হয়ে গেছে। পলিসি স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে একটি অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটটি হল – https://www.licindia.in/ এখানে গিয়ে রেজিস্টার করতে হবে।

এছাড়াও পলিসি সম্বন্ধে যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে এলআইসি তরফ থেকে দুটি নাম্বার দেয়া হয়েছে সেখানে আপনি ফোন করে বা এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন নম্বর দুটি হল – 022 6827 6827 / 9222492224 । এসএমএস বা কল করার জন্য কোন রকম এক্সট্রা চার্জ কাটা হবে না এলআইসির পক্ষ থেকে।