সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতকে না হা’রা’তে পারলে বাড়িতে ঢু’ক’তে দেব না, পাকিস্তানের ক্যাপ্টেনকে হু’ম’কি

ভারতের কাছে বারবার হেরে যাওয়ার পরে একেবারেই ক্ষুব্ধ রয়েছে পাকিস্তানের সমর্থকরা,তা নানা কাজের মধ্য দিয়ে প্রকাশ করেছেন তারা। তবে এবারে বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচকে ঘিরে পাকিস্তান সর্মথকরা এবার হুমকি দিল পাক ক্রিকেট অধিনায়ককে। পাকিস্তানের সমর্থকরা এবার সরাসরি ম্যাচ জেতার জন্য হুমকি দিল পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। পাকিস্তান এবং ভারত এখনও পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে কিন্তু একবারও পাকিস্তান ভারতকে হারিয়ে জিততে পারেনি।

এইবারে এই হেরে যাওয়ার রেকর্ড ভেঙে দিতে অগ্রসর হয়েছেন অধিনায়ক বাবর। বেশ কয়েক বছর ধরে আরব আমিরশাহী দেখেছেন পাকিস্তান দেশের পরিস্থিতি ভালো না থাকার কারণে কোন দেশের ক্রিকেট দল পাকিস্তানে খেলতে কিছুতেই রাজি নন। আরব আমিরশাহীতে পৌঁছানোর আগে বাবর আজম একটি টুইট করেন এবং সেখানে তিনি সমর্থকদের উদ্দেশ্যে লেখেন, “আমাদের দল ইউ এ ই যাচ্ছে সবকিছু থেকে আমাদের কাছে বেশি প্রাধান্য আপনাদের সমর্থন, যদি আমাদের পাশে দাঁড়ান তবে অবশ্যই আমরা জিতব, প্রার্থনা করুন এবং আমাদের উপর ভরসা রাখুন”।

এই পোষ্টের উপর ভিত্তি করে এক টুইটার ব্যবহারকারী বলেন, “যদি ২৪শে অক্টোবরের ম্যাচ না যেতেন, তবে কখনই আপনাকে আপনার বাড়িতে ঢুকতে দেবো না” আবার অন্যদিকে আর একজন টুইটার ব্যবহারকারী বলেন, “এটাই শেষ সুযোগ বাবর, অনেক শুভকামনা রইল পাকিস্তান দলকে”। যে ক’টি ম্যাচে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছে সেই সব কটি ম্যাচে হেরে যেতে হয়েছে পাকিস্তান দলকে, এবার এই হেরে যাওয়ার রেকর্ডটাই একেবারে ভেঙে চুরমার করে দিতে চান পাক অধিনায়ক বাবর।

তিনি বলেন, “আরব আমিরশাহীতে তিন বছর ধরে আমি ক্রিকেট খেলছি, এখন কি ধরনের পরিস্থিতি ক্রিকেটজগতে এসেছে সেটা যথেষ্টভাবে বুঝতে পারছি। কিভাবে উইকেট নিতে হয় এবং ব্যাটসম্যানরা ঠিক কিভাবে খেলবে, যে ম্যাচে ভালোমতো খেলবে সেই একমাত্র জিতবে এবং আমার মনে হয় আমরাই জিতবো”।