সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমি য’দি ক্রিকেট খেলতাম তাহলে শচীনের থেকেও ব’ড়ো ক্রিকেটার হ’তা’ম, বলেছিলেন সইফ

বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন সাইফ আলি খান, যাকে বিভিন্ন রোমান্টিক ছবিতে অভিনয় করতে দেখা গেছে। তাঁর প্রথম ছবি হলেও পরম্পরা যেখান থেকে মানুষ তাকে চিনতে শুরু করেছিল। অসাধারণ অভিনয়ে পুটু তিনি। এরপরে দিল চাতা হে, হাম তুম, লাল কাপ্তান ,সেক্রেট গেমস সমস্ত ছবিতে তাকে দেখা গেছে।

তাকে তানহাজি ছবিতে শেষ মত দেখা গিয়েছিল। সেই ছবিতে তাঁর অভিনয়ের জন্য তিনি অনেক প্রশংসা কুড়িয়েছিলেন। তবে জেনে খুব অবাক লাগবে যে অভিনয়ে সাইফ আলি খান যে যোগ্য সেটা কিন্তু অনেক দেরিতে ধরা পড়েছিল। সাইফ আলি খানের মা ছিলেন বলিউডের অন্যতম অভিনেত্রী শর্মিলা ঠাকুর তাঁর অভিনয় দিয়ে তিনি হাজার হাজার মানুষের মন জয় করে নিয়েছেন।

সাইফ আলী খানের মা যেমন দুর্দান্ত অভিনেত্রী তেমনি অন্যদিকে তার বাবা মনসুর আলী ও ছিলেন একজন ক্রিকেট কিংবদন্তি অন্যদিকে সাইফের দাদা ইফতেখার আলী খান পতৌদি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিল। এখন এইখানেই প্রশ্ন আসে যে বাড়িতে দুজন ক্রিকেটার থাকতেও কেন তিনি অভিনয় জগতে এসেছেন?

আরো পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বি’দা’য় জা’না’তে চলেছেন তারকা মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী

তবে নবাব পরিবারের ছোট নবাবের অভিনয়ে আসার পিছনে ছিল কিছু কারণ যেটা তিনি নিজেই জানিয়েছেন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার কখনো মনে হয়নি যে তিনিই তাঁর বাবার মত কোনদিন ভালো একজন ক্রিকেটার হতে পারবেন। ৬ বছর বয়স থেকেই তাঁর ক্রিকেটের প্রতি কোন আগ্রহ ছিলনা।

অন্য দিকে তাকে প্রশ্ন করা হয় যে তিনি কি তাঁর মায়ের থেকে বেশি অভিনয়ে পারদর্শী? সেই ব্যাপারে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন,” তিনি এটাই বিশ্বাস করতেন”। ক্রিকেট তার একদমই খেলতে ভালো লাগতো না। তবে ক্রিকেট যদি তিনি খেলতে পারেন তবে সেটা দারুণ ব্যাপার হতো। এই সাক্ষাৎকারে সাথে হেসে বলতে শোনা যায় যে তিনি যদি ক্রিকেট খেলতে পারতেন তাহলে শচীন তেন্ডুলকরের থেকেও বড় ক্রিকেটার হতেন।