সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সন্ধ্যাবেলা এই ভু’ল গু’লো করবেন না! নিঃস্ব হ’তে সময় লা’গ’বে না

হিন্দু শাস্ত্র মতে প্রত্যেকদিন নিয়ম করে পূজার্চনা করার একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। বিশেষ করে হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রত্যেক হিন্দুদের ঘরে সন্ধ্যা এবং দিনে ভগবানের আরাধনা করা হয়ে থাকে।

কেউ মন্দিরে পুজো করেন কেউ আবার তাদের ঘরের প্রতিষ্ঠিত ঠাকুরের আসনে পুজো দিয়ে থাকেন। পুজো এমন একটি আরাধনা যার মাধ্যমে মানুষ সুখ-শান্তি সমৃদ্ধি চেয়ে থাকে ঈশ্বরের কাছ থেকে। তবে সকাল-সন্ধ্যায় পুজো করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলো হয়তো সকলে জানেন না।

সন্ধ্যা পুজোর ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে যেগুলো মেনে অবশ্যই চলা প্রয়োজন, যদি সন্ধ্যাপূজার ক্ষেত্রে কিছু ভুল হয় তবে বড়োসড়ো ক্ষতি হতে পারে।

আরো পড়ুন: গ্যাস সিলিন্ডারের দা’ম ৩০০ টা’কা ক’মা’নো হোক, দা’বি করলেন মুখ্যমন্ত্রী

প্রত্যেক দেব দেবীর নিজস্ব পছন্দসই একটি ফুল আছে এবং সেগুলো দিয়েই প্রত্যেক দেব দেবীর আরাধনা করা হয়। সেজন্য পুজো করার সময় অবশ্যই তাদের প্রিয় ফুল দিয়ে পুজো করা উচিত।

কিন্তু সন্ধ্যাবেলায় পুজো করার সময় একদমই কোনরকম ফুল ব্যবহার করবেন না পুজো করার ক্ষেত্রে। সন্ধ্যেবেলা কখনোই ফুল পাতা ছিঁড়তে নেই গাছ থেকে। শাস্ত্র অনুযায়ী সূর্য অস্ত যাওয়ার পর তুলসী গাছ ছোঁয়া একেবারেই নিষিদ্ধ।

আরো পড়ুন: লুকোচুরি খেলতে গিয়ে পরিত্যক্ত আইসক্রিম ফ্রিজারে ঢুকে ম’র্মা’ন্তি’ক পরিণতি, উ’দ্ধা’র দুই শিশুর দে’হ

সন্ধ্যেবেলায় কোনদিনই সূর্য দেবতার পুজো করা উচিত নয়। সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত সূর্য দেবতা কে পুজো করা যেতে পারে, কিন্তু সন্ধ্যেবেলায় সূর্যাস্তের পর সূর্য দেবতাকে কখনোই পূজো করবেন না তাতে আগামী জীবনে হতে পারে বড় ক্ষতি।

সন্ধ্যায় পুজো করলে কখন ঘন্টা অথবা শঙ্খ বাজাবেন না, মনে করা হয় যে সূর্য অস্ত যাওয়ার পরে প্রত্যেক দেব-দেবীরা নিদ্রায় যান সেই জন্য এরকম পরিস্থিতিতে শাঁখ অথবা ঘন্টা বাজালে তাদের ঘুমে ব্যাঘাত হতে পারে।