সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দীঘার অন্যতম আকর্ষণই ব’ন্ধ হ’য়ে গেলো, এবার কি করবেন আপনি? জা’রি নির্দেশিকা

সম্প্রতি দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে জারি করা হয়েছে নতুন নির্দেশ। যেখানে বলা হচ্ছে, ঘোড়ার বিষ্ঠায় বাড়ছে দূষণ। তাই দিঘায় সমুদ্রতটে সম্পূর্ণরূপে ঘোড়া ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, এই নির্দেশের পালটা সরব হয়েছেন ঘোড়ার চালকরা।

সংবাদমাধ্যমকে তারা জানিয়েছেন, ‘পর্যটকদের ঘোড়ার পিঠে চড়িয়ে সমুদ্র লাগোয়া এলাকায় ঘোরানো বা ছবি তোলের বিনিময়ে রোজগার করি। এই আয় থেকে তাঁদের রুটি-রুজি চলে। ফলে দিঘায় ঘোড়সওয়ারি বন্ধ করে দিলে কর্মহীন হয়ে পড়বেন তাঁরা।’ বিকল্প কর্মসংস্থান খুঁজে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন তাঁরা।

এদিন দিঘা- শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানস কুমার মণ্ডল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দিঘার সৌন্দর্য্য উপভোগ করার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষজন আসেন। বিভিন্ন সময় দেখা যায় ঘোড়ারা সমুদ্র সৈকতে নামে। তাদের বিষ্ঠা অত্যন্ত ক্ষতিকারক। দেখা যায় তাদের বিষ্ঠা সমুদ্রের জলে মিশছে। ফলে জল দূষিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সমুদ্র সৈকত সংলগ্ন রাস্তায় অনেক সময় ঘোড়ার বিষ্ঠা পড়ে থাকে। যা পর্যটকদের পায়ে লাগে। এর থেকে তাঁদের ক্ষতি হতে পারে। সমুদ্র সৈকত সংলগ্ন রাস্তার টাইলসগুলি ঘোড়ার খুরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় ভিড়ে ঘোড়া ছুটে আসতে দেখলে ভয় পান পর্যটকরা। এই বিষয়ে পর্যটকদের থেকেও অভিযোগ পেয়েছি আমরা। সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিঘা পর্যটন কেন্দ্রে ঘোড়ার ব্যবসা করা যাবে না।’