সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখন থে’কে ঝড়-বৃষ্টি হলেই পা’ঠি’য়ে দে’বে নোটিফিকেশন, এই App থাকুক আপনার ফো’নে

বিরাট এক স্বস্তি রাজ্যবাসীর জন্য। যবে থেকে রাজ্য থেকে শীত বিদায় নিয়েছে তবে থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ছিল সর্বদা ঊর্ধমুখী। তাই দক্ষিণবঙ্গের মানুষের অবস্থা হয়ে উঠেছিল খুবই শোচনীয়।

তবে এবার আজ বিকাল থেকেই কলকাতা ও তাঁর আশেপাশের এলাকায় শুরু হয়েছে হালকা মাঝারী বৃষ্টি। আবার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুত।বিকেল হলেই আকাশ কালো করে কালবৈশাখী নয় শুধু, এর সাথে সকালের দিকেও ঝোড়ো হাওয়া।

তবে এই নতুন বছরে প্রথম ঘূর্নিঝড়ের আশঙ্কা। এই পরিস্থিতির মধ্যে যদি বাড়ির বাইরে বের হতে চাও তাহলে সব দিক চিন্তা ভাবনা বের হওয়াটাই শ্রেয়। বিশেষ করে আবহাওয়ার হাল হকিকত জেনে নেওয়াটা খুবই দরকার।

আরো পড়ুন: নিজেকে আ’রো বে’শি সুন্দরী ক’রে তুলতে একদিনেই ৩০ লক্ষ টা’কা খরচ করলেন ঊর্বশী রাউতেলা

এর জন্য পূর্বাভাস জরুরি, কিন্তু কিভাবে সম্ভব? আমরা এখন সবাই প্রযুক্তির মধ্যেই বসবাস করছি, তাই স্মার্টফোনের সাহায্যে আগাম ঝড় বৃষ্টি সম্পর্কে খবর পাওয়া যাবে। তবে এর জন্য রয়েছে বিশেষ একটি আপ।

প্রযুক্তি যে কতটা এগিয়ে গেছে তা এটা না দেখলে বোঝা সম্ভব নয়। তবে কোন আপ কিংবা কিভাবে এই আপের মাধ্যমে জানা যাবে সমস্ত ব্যাপার? প্রহতমে কথা বলি লাইটিং এলার্ম নামে একটি আপের।

এর সাহায্যে খুব সহজেই আবহাওয়ার পূর্বাভাসের তথ্য পাওয়া যাবে। যদি আপনার অবস্থানের থেকে ৫০ কিমি ব্যসার্ধের মধ্যে বজ্রপাত হয় তাহলে সেটা আপনাকে নোটিফিকেশন দিয়ে দেবে। এর ফলে আপনি আগের থেকেই সতর্ক হয়ে যেতে পারবেন।

আরো পড়ুন: এই ৪ রাশির জাতকরা বি’য়ে’র অনেক কয়েক বছর পরেও প্রে’ম বাঁ’চি’য়ে রাখেন!

প্লে স্টোরে সহজেই পাওয়া যাবে এপ্লিকেশনটি। এর পরে যে এপ্লিকেশনের কথা বলব তাঁর নাম ওয়াইন্ডি। প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যাবে এপ্লিকেশনটি। এখানে পাওয়া যাবে স্যাটালাইট ভিউ।

যার দ্বারা আপনি সহজেই অবগত হতে পারবেন ঝড় বৃষ্টি কোন্দিক থেকে কোন্দিকে অগ্রসর হচ্ছে।তাছাড়া আই আর অপশন বেছে নিয়ে ইনফ্রায়েড ভার্সন দেখে নিতে পারবেন সহজে।তাছাড়া যদি বাদিকের নীচের প্লে বাটনে ক্লিক করেন তাহলে সহজেই বিগত কয়েক ঘন্টার এনিমেশন দেখা যাবে।