সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমি মাত্র ২৪ ঘন্টায় রাশিয়া-ইউক্রেনের ল’ড়া’ই থামিয়ে দি’তে পা’রি, ট্রাম্পের দা’বি’তে আলোড়ন বিশ্বজুড়ে

ট্রাম্পের দাবি শুনে এবার অবাক সারা বিশ্ব।কারণ তার মন্তব্যই এমন। দেখতে দেখতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বয়স ১ বছর পেরিয়ে গেছে। আর এই লড়াই এখনও চলছে। বহু দেশ এই যুদ্ধ নিয়ে মতামত পোষণ করলেও, যুদ্ধ থামে নি। অনেকেই যুদ্ধ থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছিল রাশিয়াকে কিন্তু কে শোনে কার কথা।

তবে এবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানালেন, এখনই নাকি তিনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিতে পারে। তাও মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এই যুদ্ধ নাকি তিনি থামিয়ে দিতে পারে, আর সেটা শান্তি বৈঠকের মাধ্যমেই।

তবে এই নিয়ে বিষদে তিনি ব্যাখা করতে রাজি হয় নি। এখন আসলে কি বলেছেন ট্রাম্প? তিনি বলেন, এই যুদ্ধ যদি ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত চলতে থাকে তাহলে সে পুনর্নির্বাচিত হয়ে রাশিয়া ইউক্রেনের যুধ থামিয়ে দেবে।

আরো খবর: ক’ঠো’র সি’দ্ধা’ন্ত ভারতীয় রেলের, বন্দে ভারতে পাথর ছু’ড়’লেই এবার ৫ বছরের সা’জা নি’শ্চি’ত!

তার মতে তার কাছে পুতিন ও জেলেনেস্কির সাথে বৈঠকে বসাটা সহজ হবে অনেকটাই। ট্রাম্পের এমন দাবি নতুন কিছু নয়। এর আগেও তিনি স্যোশাল মিডিয়ায় একই দাবি করতেও শোনা যায়।

তিনি লিখেছেন, আমি যদি মার্কিন প্রেসিডেন্ট হতাম তাহলে রাশিয়া ইউক্রেনের যুধ এত দূর গড়াত না। এখনি যদি আমাকে প্রেসিডেন্ট পদে বসানো হয় তাহলে আমি ২৪ ঘন্টার মধ্যেই যুদ্ধ থামিয়ে দেব।