সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বামী কোমায় আ’চ্ছ’ন্ন ৬ বছর ধ’রে, মোমো বি’ক্রি করেই হাসপাতালের বি’ল দিচ্ছেন স্ত্রী

বিয়ে মানেই দায়বদ্ধতা, একে অপরের খেয়াল রাখা নিজেদের মধ্যে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক গড়ে তোলা। এই কয়েকটি জিনিস থাকলেই বিবাহিত জীবন সুখের হতে বাধ্য। বিয়ের সময় এই সবগুলি কথা রাখার সিদ্ধান্ত নিয়েই বিয়ে করেছিলেন তারা। তবে স্ত্রী তার দায়িত্ব থেকে সরে আসেনি কখনোই, যার কারনে অসুস্থ স্বামীর হাসপাতালের খরচ সাথে দুই সন্তান ও সংসারের খরচ চালাচ্ছে এক মহিলা ডাম্পলিং বিক্রি করে।

ঘটনাটি ঘটেছে চীনে, এই মহিলার কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গেছে। যার পরেই তার এই কষ্টের জীবনকে স্যালুট জানিয়ে নেটিজেনেরা তার প্রশংসা করছে। চিনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিয়াংজি প্রদেশের আনই জেলার বাসিন্দা, বিয়ের পর থেকে স্বামীর সাথে তিনি এই ধরনের স্ট্রিট ফুড বিক্রি করে উপার্জন করতেন।

কত সেপ্টেম্বর মাস পর্যন্ত তাদের জীবন সুখের ছিল, কিন্তু হঠাৎ করে তাদের জীবনে নেমে আসে এক ঝড় যা বদলে দেয় সমস্ত কিছু। তাদের এই খাবার ডেলিভারী করার সূত্র ধরেই দুর্ঘটনার স্বীকার হয় সেই মহিলার স্বামী। যার কারণে মস্তিষ্কে দারুন ভাবে আঘাত লাগে, এই ঘটনার পর তাদের সমস্ত কিছুই উলটপালট হয়ে যায়, কিন্তু বিয়ের সময় সমস্ত প্রতিজ্ঞার কথা মনে রেখেছে সেই মহিলা।

আরো খবর: বি’য়ে’র মরশুমে বি’য়ে’র গহনা মা’ত্র ১০০০ টা’কা’র মধ্যে, এটাও কি স’ম্ভ’ব?

যার কারণেই একের পর এক বাধা বিপত্তি আসা সত্বেও সে স্বামীর হাত ছাড়েনি, হাসপাতাল খরচ ওষুধের খরচ অপারেশনের খরচ সমস্ত কিছু মিটিয়ে চলেছে সে ডাম্পলিং বিক্রি করে। এমনকি আর্থিক চাহিদা মেটানোর জন্য সে তার বাড়ি পর্যন্ত বিক্রি করেছে।

ঘটনাটি ঘটেছে ২০১৬ সালে, তখন থেকে তার স্বামী কোমায় রয়েছে, কিন্তু এত বাধা বিপত্তি আসা সত্ত্বেও স্বামীর হাত ছাড়েননি তিনি যা কিনা অবাক করেছে সকলকে। ইতিমধ্যেই ৭১ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু একটা সংবাদ মাধ্যমে সেই মহিলা জানিয়েছেন, যদি তার স্বামীর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাও সে করবে। কিন্তু কখনোই তার হাত সে ছাড়বে না।