সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩০০ কেজি ওজনের বি’রা’ট মাছ ধ’রা পড়লো এই দেশের নদীতে

সম্প্রতি ৩০০ কেজি ওজনের একটি স্টিংরে মাছ কম্বোডিয়ার মেকং নদীতে ধরা পড়েছে বলে খবর। এ প্রসঙ্গে বিজ্ঞানীরা বলছেন, এর আগে ২০০৫ সালে মেকং নদীরই থাইল্যান্ড অংশে একটি ২৯৩ কেজির ক্যাটফিশ ধরা পড়ে ছিল।

তাই এতদিন পর্যন্ত সেটিই ছিল সবচেয়ে বড় মিঠা পানির মাছের রেকর্ড। তবে এবার এই মাছটি এখনও পর্যন্ত বিশ্বে নথিভুক্ত সবচেয়ে বড় স্বাদু জলের মাছের রেকর্ড ভেঙে দিল। জানা গেছে এই স্টিংরে মাছটি ৩.৯৮ মিটার লম্বা এবং ২.২ মিটার চওড়া।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই মেকং নদী তিব্বত মালভূমি থেকে বেরিয়ে চিন, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। যদিও জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই নদীটি অতিরিক্ত মাছ শিকার, বাঁধ, জল দূষণ ইত্যাদির কারণে বেশ ক্ষতিগ্রস্ত এখন।

আরো পড়ুন: এই ৪ রাশির ভা’গ্যে সহজে দাম্পত্য সুখ জো’টে না! বি’য়ে’তে আসে নানা বাধা

মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা বিশ্ববিদ্যালয়ের (রেনো) অধ্যাপক তথা জীববিজ্ঞানী জেব হোগানের কথায়, যদিও বিশ্বের সবচেয়ে বড় মিঠে জলের মাছের কোনো সরকারি রেকর্ড বা ডাটাবেস এখনও নেই, তবে গত ২০ বছর ধরে ছয়টি মহাদেশের নদী এবং হ্রদে বিশালাকার মাছ নিয়ে গবেষণার মধ্যে এটাই সারা বিশ্বের সবচেয়ে বড় স্বাদু জলের মাছ।

ড. হোগান আরও বলেন, “মেকং নদীটি বর্তমানে বেশ ক্ষতির সম্মুখীন। তার মধ্যে এই নদী থেকেই প্রাপ্ত এই মাছটি একটি বিরল ইতিবাচক চিহ্ন।” গত ১৩ ই জুন রাতে কোহ প্রিয়াহ দ্বীপের একজন স্থানীয় জেলে কম্বোডিয়ায় গবেষকদের জানান যে তিনি একটি ‘খুব বড়’ স্টিংরে ধরেছেন।

স্থানীয় খেমার ভাষায় স্টিংরে মাছকে বলা হয় ‘বোরামি’, যার অর্থ পূর্ণিমা। যদিও ভবিষ্যত গতিবিধি অনুসরণ করার জন্য একটি ট্যাগ লাগিয়ে স্টিংরে মাছটিকে নদীতে পুনরায় ছেড়ে দেওয়া হয়েছে।