সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পোস্ট অফিসের ATM সংক্রান্ত নি’য়’মে বি’রা’ট রদবদল, একটু ভুল করলেই বা’ড়’তি চা’র্জ লাগবে

পোস্ট অফিসে যাদের একাউন্ট আছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সংশ্লিষ্ট দপ্তর। পোস্ট অফিসের তরফ থেকে জানানো হয়েছে যাদের পোস্ট অফিসের একাউন্ট এটিএম কার্ড আছে তাদের এবার থেকে এটিএম বাবদ বাড়তি চার্জ দিতে হবে। পোস্ট অফিসের তরফ থেকে জারি করা একটি নির্দেশিকায় জানা গিয়েছে এই খবর। এটিএমের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে এই বাড়তি চার্জ লাগবে।

উক্ত নির্দেশিকায় জানানো হয়েছে যে পয়লা অক্টোবর থেকে বার্ষিক এটিএম কার্ডের ১২৫ টাকা+GST দিতে হবে গ্রাহককে। এবার থেকে এসএমএস অ্যালার্টের জন্য আলাদা চার্জ দিতে হবে।SMS অ্যালার্টের জন্য ১২ টাকা+জিএসটি ধার্য করেছে পোস্ট অফিস। কোনো গ্রাহকের যদি এটিএম কার্ড হারিয়ে যায় সে ক্ষেত্রে নতুন এটিএমের জন্য আবেদন করতে গেলে ৩০০ টাকা+GST দিতে হবে।

ATM-এর পিন ভুলে গেলে নতুন পিন জেনারেট করতে গেলে ৫০টাকা+GST লাগবে বলে জানানো হয়েছে। যদি গ্রাহকদের একাউন্টে নির্দিষ্ট পরিমাণের তুলনায় কম ব্যালেন্স থাকে সেক্ষেত্রে এটিএম (ATM) বা ওপিএস ট্রান্জক্যাশান অমান্য করার দায়ে ২০ টাকা+GST গুনতে হবে গ্রাহককে। এবার বিনামূল্যে লেনদেনের উপরেও বিধি নিষেধ জারি করা হয়েছে।

বেসিক সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মাসে পাঁচবারের বেশি টাকার লেনদেন করতে হলে বাড়তি টাকা দিতে হবে না। তবে তার থেকে বেশি বার লেনদেন করতে চাইলে প্রতিবার ১০ টাকা ও সঙ্গে জিএসটিও দিতে হবে গ্রাহককে।