সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কো’ভি’ড পরিস্থিতিতে EMI দি’তে না পারায় ব্যাংকের ভি’ত’রে বে’ধ’ড়’ক মা’র গ্রাহককে

করোনার কারণে চাকরি হারিয়েছেন বহু মানুষ। লকডাউন পর্বে বহু মানুষ বেরোজগার হয়ে পড়েছেন। বেসরকারি সংস্থাগুলি হয় কর্মী ছাঁটাই করেছে, নতুবা বেতন অর্ধেক করে দেওয়া হয়েছে। এমতাবস্থায় সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন মানুষ। এদিকে লকডাউনের আগে ব্যাংক থেকে লোন নিয়ে রেখেছিলেন যারা, লকডাউন পর্বে ইএমআই মেটাতে গিয়েও আরেক বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে তাদের।

ইএমআই পরিশোধ করতে না পেরে ব্যাংকের হাতে চূড়ান্তভাবে অবস্থা হতে হলো উত্তর ২৪ পরগনার বরানগরের এক যুবককে। গতবছর লকডাউন এর আগে তিনি ব্যাংক থেকে লোন নিয়ে একটি বাইক কিনেছিলেন। মার্চ মাস পর্যন্ত সেই বাইকের ইএমআই দিতে পেরেছিলেন তিনি। তবে আচমকা লকডাউন চালু হয়ে যাওয়াতে মাঝে বেশ কয়েক মাস ইএমআই দিতে পারেননি ওই যুবক।

সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজের অবস্থার কথা জানাতে যান। আর সেখানেই তাকে চূড়ান্তভাবে হেনস্থা করে ব্যাংক কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ব্যাংকের কর্মীরা তাকে মারধর করেছে বলেও অভিযোগ করেছেন ওই যুবক। ওই যুবকের দাবি, ব্যাংক কর্তৃপক্ষ তাকে বেধড়ক মেরেছে। ব্যাংকের কাছে হেনস্থা হয়ে শেষমেষ পুলিশের দ্বারস্থ হন তিনি।

ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশের কাছে গেলেও পুলিশ তার অভিযোগ গ্রহণ করেনি বলেই জানা যাচ্ছে। প্রথমে বরাহনগর এবং তারপর মধ্যমগ্রাম থানার সঙ্গে যোগাযোগ করেন ওই যুবক। তবে প্রশাসন নির্বিকার। ঘটনার পর অবশ্য পুলিশ এবং ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে ঘটনাটিকে নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।