সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেমন থাকবে আজ কলকাতার আবহাওয়া?

স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা শহর মুষলধারে বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ভিজতে পারে। ফলে ক্রিকেটের নন্দনকাননে সে রেশ পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

এদিন কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা রয়েছে সঙ্গে হালকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। যার সম্ভাব্য গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনাও রয়েছে শহরে।

তবে তাপমাত্রায় পরিবর্তন নেই। আপেক্ষিক আর্দ্রতা ৯০ এর ওপর থাকবে। কাল দিনের তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কাল রাতের তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন: প্রধান শিক্ষিকার বেতন ৭০ হাজার টা’কা, স্কুলে না এসে প্রক্সির লোককে ১০ হাজার ভা’ড়া

দুপুরের পর বা বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে। তবে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা কম। কিছুক্ষণ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে। অপেক্ষাকৃত অনুকূল আবহাওয়া থাকবে।

বুধবার তাপমাত্রা বাড়বে। ফিল লাইক হিট বেশি করে অনুভূত হবে। বুধবার থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা কমবে। দক্ষিণবঙ্গে ২৫ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সর্বাধিক ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে। ২৬ তারিখ থেকে কমতে শুরু করবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরে সামান্য বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। ফিল লাইক হিট খুব বেশি অনুভূত হবে। বাড়বে ঘর্মাক্ত অস্বস্তি। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আগামি ৪৮ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ২৬ তারিখের পর বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।