সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অভিনয় এখন কি অ’তী’ত? স্কুলের ম্যাডাম হলেন রাকুল প্রীত সিং

অবশেষে অভিনয়কে চির বিদায় জানাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। কি? লাইনটা শুনে অবাক হলেন! একেবারেই নয় বরং অন্যরকম চরিত্রে এবার দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। স্কুলের শিক্ষকতার কাজ নিলেন তিনি। সেখানে গিয়ে তিনি শেখাবেন যৌ”’ন শিক্ষা।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আসলে, ভারতে এখনো পর্যন্ত যৌ”ন”তা নিয়ে নানান রকম জড়তা রয়েছে। যৌ”ন”তাকে এদেশে একটা ট্যাবু হিসেবেই ধরা হয়। সেই ট্যাবু থেকে বেরিয়ে আসার জন্যই এমন শিক্ষা দিতে চলেছেন অভিনেত্রী। তবে সবটাই কিন্তু সিনেমায়।

খুব শীঘ্রই আসছে অভিনেত্রীর নতুন ছবি ছত্রীওয়ালী। সেখানে একজন স্কুল শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে তাকে। নতুন এই ছবির প্রমোতে দেখা যাচ্ছে একজন শিক্ষককে তার ছাত্র প্রশ্ন করছেন জনসংখ্যা কিভাবে বাড়ে স্যার? প্রশ্নের উত্তরে কিছুটা হকচকিয়ে গিয়ে শিক্ষক বলছেন একটা পাখি যখন আরেকটা পাখির উপর বসে তখনই জনসংখ্যা বেড়ে যায়।

আরো খবর: ভোটার কা’র্ড হারিয়ে মাথায় হা’ত? এবার ঘরে বসেই ন’য়া ID ডাউনলোড করে নিন, রইলো প’দ্ধ’তি

এরপর পাল্টা ওই ছাত্র বলেন আমি যদি আমার বন্ধুর ঘাড়ে ওঠে বসি তাহলে পপুলেশন বাড়বে! ভারি মজা দিয়ে শুরু হলেও নৈতিক শিক্ষা দেবে এই সিনেমা। ছবিতে একজন শিক্ষিকা হিসেবে কিভাবে ব্যক্তিগত এবং কর্মক্ষেত্র সামলে উঠতে পারেন রাকুল প্রীত সেটাই তুলে ধরা হবে।

এই ছবিতে অভিনেত্রীর প্রেমিকের চরিত্রে অভিনয় করছেন সুমিত ব্যাস। আগামী ২০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। জি ফাইভে মুক্তি পাবে এই ছবি।

টয়লেট প্যাডম্যানের মতোই সমাজ ধর্মী ছবির তালিকায় নাম লেখাতে চলেছে ছত্রীওয়ালি। এখন এটাই দেখার নিজেকে কতটা মেলে ধরতে পেরেছেন দক্ষিণী সুন্দরী।