সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাকিস্তান ভারতের সা’থে কিভাবে জিতবে! উপায় বা’ত’লে দিলেন ইমরান খান

আজ ভারত-পাকিস্তান ক্রিকেটের মহারণ হতে চলেছে। অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ক্রিকেটের অনুরাগীরা। ভারত এবং পাকিস্তান একে অপরকে জোরদার টেক্কা দেওয়ার জন্য প্রস্তুত। এর আগে প্রত্যেকবার বিশ্বকাপের ময়দানে পাকিস্তানকে গো হারান হারিয়েছে ভারত। কাজেই পাকিস্তানের কাছে এটা সম্মানের লড়াই। অপরদিকে ভারতও পাকিস্তানকে একচুল ছেড়ে দেওয়ার জন্য রাজি নয়।

লড়াইটা কার্যত পাকিস্তানের বাবর আজমের দল এবং ভারতের বিরাট কোহলির দলের মধ্যে। এমতাবস্থায় 1992 সালে পাকিস্তানের মাটিতে বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক তথা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় টিমকে হারানোর জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস দিলেন পাকিস্তানের ক্রিকেটারদের।

পাক অধিনায়ক বাবর আজম বলেছেন আরব আমিরশাহীতে আসার আগে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন তারা। তিনি তাদের সঙ্গে তার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। দলের সঙ্গে নিজেকে কিভাবে উজ্জীবিত করে তুলতে হয় সে সম্পর্কে নিজের অভিজ্ঞতা থেকে পাক অধিনায়ককে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ইমরান খান।

আজ আরবের মাটিতে পাকিস্তান এবং ভারত একে অপরের মুখোমুখি হতে চলেছে। ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, শাদাব খান, শাহীন আফ্রীদি, হাসান আলী, হারিস রাউফ এবং হায়দার আলী।