সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ED-CBI-কে ঠে’কা’তে বৈ’ঠ’ক অবিজেপি নেতাদের, মঙ্গলবার দিল্লি যে’তে পারেন মমতা!

এবার ইডি ও সিবি আই দের বিরুদ্ধে এক জোট হয়েই এক বৈঠকে বসতে চলেছে মমতা ব্যানার্জি। সমস্ত অ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে এই বৈঠক করতে চলেছে মমতা ব্যানার্জী। আগামীকাল মঙ্গলবার দিল্লিতে বৈঠক হওয়ার কথা রয়েছে এই বিষয় নিয়ে।

সেই বৈঠকেই উপস্থিত থাকতে চলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানা গেছে অরবিন্দ কেজরিওয়ালের দেওয়া ডাকেই নাকি সারা দিয়েছে সমস্ত অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও নেতারা। আর সেই ডাকেই এবার আগামীকাল দিল্লিতে পা রাখতে চলেছে মমতা ব্যানার্জী।

ইডি ও সিবি আই এর তদন্তে একেবারে নাজেহাল রাজ্য সরকার। বিশেষ চাকরি দুর্নীতি , গরুপাচার মামলা সমস্ত তৃণমূলের নেতারা জেলের হাওয়া খেয়েছেন । এদিকে কয়লা পাচার করার টাকার দুর্নীতি নিয়েও বিরোধীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ছেড়ে কথা বলে নি, এমনকি সেও ইডির জেড়ার মুখে পরেছে।

আরো খবর: ১ থেকে ১০০ হতে সময় লাগবে না, আত্মবিশ্বাসী নবনির্বাচিত কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস

তাই ইডি ও সিবি আই এর ফলায় বিদ্ধ তৃণ্মূলের প্রায় সমস্ত নেতাই। তৃণমূলের সাথে অবিজেপি শাসক দলের নেতাদেরও একই অবস্থা, যার প্রমাণ আম আদমি পার্টির দুই শীর্ষ স্থানীয় নেতা – মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন দুর্নীতির অভিযোগে জেলে।

এর সাথে শিবসেনা নেতা সঞ্জয় রাউতও ইডি-সিবিআই-এর জালে জড়িয়েছিলেন। তাই এবার সবাই ইডি ও সিবি আই এর বিরুদ্ধে এক প্রকার একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের বাড়বাড়ন্ত, এক প্রকার কেন্দ্রের বিরুদ্ধে তাদের এই একজোট, সেটাকে সফল করার জন্যই এই বৈঠকের ডাক।