সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিভাবে বুঝবেন ও’মি’ক্র’ন? এবার এই ন’য়া ভ্যারিয়েন্টের উপসর্গের খোঁ’জ মিললো

করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন, এই ভাইরাসের গতি দিনের পর দিন যেন বেড়েই চলেছে। আজ্ঞে হ্যাঁ, আমরা হয়তো অনেকে ভুলেই গেছি করোনা ভাইরাসের কথা, কিন্তু এখনও সে বিদায় নেয় নি। সে ফিরে এসেছে তার আরেক নতুন রূপ ওমিক্রন হিসেবে। এই ওমিক্রন এখন দ্রুত গতিতে ছড়িয়ে পরছে বিশ্বে, কিন্তু এই ভাইরাসকে চিনতে সময় লেগে যাচ্ছে অনেকটাই। জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ‌্যমেই একমাত্র হদিশ পাওয়া যায় এই ভাইরাসের। প্রথম দিকে কোনো উপসর্গ দেখতে পাওয়া যায় নি, তবে পরের দিকে বিজ্ঞানীরা ওমিক্রন হিসেবে একটি চিহ্নের সন্ধান পেয়েছে ।

যে চিহ্ন বর্তমানে পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে , আক্রান্ত দের গলা খুশখুশ করছে ।রায়ান নোয়াক সাউথ আফ্রিকার ডিসকভারী হেলথের প্রধান নির্বাহী জানিয়েছেন, করোনা আক্রান্ত দের পরীক্ষা করে দেখেছে ওমিক্রন আক্রান্তদের তুলনায় তাদের লক্ষণ আলাদা। তবে ইতিবাচক খবর এটাই যে, যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছে তারা কোনো জটিল অবস্হার মধ্যে নেই। সামান্য গলা খুশখুশ, জ্বর, ক্লান্তি এইসবের মধ্যেই রয়েছে তারা। তবে আবার সবার শরীরে এক লক্ষণ দেখা নাও যেতে পারে। কিন্তু হ্যাঁ , হালকা উপসর্গ বলেই যে ওমিক্রনকে গুরুত্ব দেবেন না , সেটা কিন্তু একেবারে ভুল।

ইতিমধ্যেই ওমিক্রন ৭৭ টি দেশে ছড়িয়ে পরেছে, আর সেই সাথেই ব্রিটেনে মৃত্যুর খবরও পাওয়া গেছে। কিন্তু একদিকে যেমন বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ওমিক্রন ডেল্টার থেকে কম মারাত্মক তবে হ্যাঁ এই ওমিক্রন ডেল্টার থেকে বেশী সংক্রামক।