সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেট্রোল পাম্প খুলতে কত টা’কা দরকার? বয়স কত হতে হবে? জানুন বি’শ’দে

কথায় বলে বাণিজ্যেই বাস করে লক্ষী। তেমনি একটি লাভজনক ব্যবসা হলো পেট্রোল পাম্পের ব্যবসা যদি একটা পেট্রোল পাম্প খুলতে পারেন তবে আপনি হবেন কোটিপতি। আবেদনকারীর বয়স হতে হবে ২১ বছরের কম এবং ৫৫ বছরের বেশি হওয়া চলবে না।

অবশ্যই সরকার স্বীকৃত কোন বোর্ড থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। পেট্রোলিয়াম কোম্পানি তাদের ফিড টিমের গবেষণার ভিত্তিতে যে কোন জায়গায় আউটলেট খোলার অনুমতি দেয়। ইন্ডিয়ান অয়েলের আউটলেটে অফিসারকে এই ব্যাপারে বিশদে জানাতে হবে।

আবেদনকারী জমি থাকে তাহলে ভালো নইলে কয়েক বছরের জন্য জমি লিজ নিতে হবে। কমপক্ষে ৮00 স্কয়ার ফিটের মধ্যে জমি হতে হবে। শহরতলী কিংবা হাইওয়ের কাছে হলে তা হতে হবে বারোশো স্কয়ার ফিট! ইন্ডিয়ান অয়েল প্রতিটি পেট্রোল পাম্প পরিচালনা করে!

আবেদনকারীর খুচরো আউটলেট ব্যবসা বা অন্য কোন ব্যবসায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তার মোট সম্পত্তির মূল্য ৫০ লাখ টাকার কম হলে চলবে না। কোন ধরনের অপরাধমূলক রেকর্ড থাকলে চলবে না এছাড়া ব্যবসার ক্ষেত্রে ঋণ খেলাপি চলবে না।

আরো খবর: ‘মোকা’-র সম্ভাব্য গতিপথ কী বাংলা, ওড়িশা?

যিনি জমির মালিক হবেন তিনি আবেদন করতে পারবেন। জমির দাম কুড়ি লাখ টাকা থেকে ১ কোটি টাকার মধ্যে হতে হবে। এছাড়া পেট্রোল পাম্প নির্মাণের ক্ষেত্রে ব্যয় হতে হবে কুড়ি লাখ থেকে ৫০লাখ টাকার মধ্যে। লাইসেন্স ফি দুই লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে হতে পারে!

এমন আরো নানাবিধ যোগ্যতা প্রয়োজন পেট্রোল পাম্প খোলার জন্য! আপনার যদি এইসব যোগ্যতা থাকে তবে আর দেরি নয় আজই আবেদন করুন নিকটবর্তী কোন ইন্ডিয়ান অয়েলের আউটলেটে