সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০২৩ সালে মো’ট কয়টি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ? রইলো তারিখ ও সময়

গতকাল ছিল এই বছরের শেষ গ্রহণ। কাল পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ দেখে গেছে পূর্ব ভারতের অঞ্চল গুলিতে। কিন্তু ইতিমধ্যেই অনেকের মনেই প্রশ্ন জেগেছে আগামী বছর কি সূর্য গ্রহণ ও চন্দ্রগ্রহণ দুটোই হবে? হলে কবে হবে সেটাও জানতে চান। জানা যাচ্ছে সামনের বছর দুটি গ্রহণই দুবার করে হতে চলেছে। অর্থাৎ দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী বছর।

মূলত জানা যাচ্ছে, ২০ এপ্রিল, ২০২৩ পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। দক্ষিণ/পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিকা এই জায়গা গুলোতে দেখা মিলবে।

এর পর, ৫-৬ মে চন্দ্রগ্রহণ হবে। এটি দক্ষিণ/পূর্ব ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর, অ্যান্টার্কটিকা তে দেখা যাবে। ১৪ই অক্টোবর ২০২৩ সূর্যগ্রহণ হতে পারে। এবং স্থান হবে পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, আন্টার্টিকায়।

আরো পড়ুন: নেপালের খুম্বু হিমবাহে ক্যামেরাবন্দি হ’লো তুষারচিতা, বি’র’ল দৃ’শ্য তরুণীর লে’ন্সে

এরপর, আংশিক চন্দ্র গ্রহণ দেখা যাবে ২৮-২৯ শে অক্টোবর ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, উত্তর/পূর্ব দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক, অ্যান্টার্কটিকা তে। কিন্তু এমন অনেকেই আছেন যাদের কাছে চন্দ্র গ্রহণ কিভাবে হয় বা সূর্য গ্রহণ কিভাবে হয় এই কনসেপ্টটাই ঠিকঠাক জানা নেই। আসুন জেনে নেওয়া যাক।

মূলত, সূর্যগ্রহণ তখনই হয় যখন পৃথিবী, চন্দ্র ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে এবং চন্দ্র, পৃথিবী ও সূর্যের মাঝে এসে ছায়ার সৃষ্টি করে তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় না। এই মহাজাগতিক ঘটনাকেই সূর্যগ্রহণ বলে। আর যখন চাঁদের জন্য সূর্যের একটি অংশ ঢাকা পড়ে যায় ও বাকি অংশ দেখা যায় সেটাকে আংশিক সূর্যগ্রহণ বলে।

আর চন্দ্রগ্রহণ হলো যখন সূর্য ও  চাঁদের মাঝখানে পৃথিবীর অবস্থান করে এবং যখন চাঁদ পৃথিবীর ছায়া থেকে বের হয় তখন চন্দ্রগ্রহণ হয়। পৃথিবীর জন্য যখন সূর্যের আলো পুরোপুরি ঢাকা পড়ে তখন একে পূর্ণ চন্দ্রগ্রহণ বলা হয়। তবে যখন চাঁদের একটি অংশ ঢাকা পড়ে তখন একে আংশিক চন্দ্রগ্রহণ বলে।