সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি ক’রে সম্ভব? মাত্র ৫ বছর বয়সে সন্তানের জ’ন্ম দেন, চিকিৎসা বিজ্ঞানে এখনো পর্যন্ত বি’স্ম’য়’ক’র লীনা

মাত্র 8 মাস বয়সেই ঋ'তু'স্রা'ব হয়েছিল মেয়েটির। পাঁচ বছর বয়স হতে না হতেই তার কোলে আসে সন্তান! না, এটা কোনো রূপকথা কিংবা সিনেমার গল্প নয়। বাস্তব জীবনের এই অদ্ভুত ঘটনাটি ঘটেছিল পেরুর টিক্রাপোর একটি ছোট্ট মেয়ের সঙ্গে। নাম তার লিনা। মাত্র পাঁচ বছর বয়সেই পুত্র সন্তানের জন্ম দিয়েছিল সে। লিনারা নয় ভাই বোন। সময়ের সঙ্গে সঙ্গে তার বাকি ভাই-বোনদের স্বাভাবিক বৃদ্ধি হচ্ছিল। তবে লিনা সময়ের আগে আগেই বেড়ে উঠছিল।

মাত্র 8 মাস বয়সেই ঋ’তু’স্রা’ব হয়েছিল মেয়েটির। পাঁচ বছর বয়স হতে না হতেই তার কোলে আসে সন্তান! না, এটা কোনো রূপকথা কিংবা সিনেমার গল্প নয়। বাস্তব জীবনের এই অদ্ভুত ঘটনাটি ঘটেছিল পেরুর টিক্রাপোর একটি ছোট্ট মেয়ের সঙ্গে। নাম তার লিনা। মাত্র পাঁচ বছর বয়সেই পুত্র সন্তানের জন্ম দিয়েছিল সে। লিনারা নয় ভাই বোন। সময়ের সঙ্গে সঙ্গে তার বাকি ভাই-বোনদের স্বাভাবিক বৃদ্ধি হচ্ছিল। তবে লিনা সময়ের আগে আগেই বেড়ে উঠছিল।

লিনার স্তনের বৃদ্ধি ছিল চোখে পড়ার মতো। এরপর আচমকা মেয়ের বয়স যখন পাঁচ বছর, তখন তার পেট অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। চিকিৎসকেরা বলেছিলেন লিনার টিউমার হয়েছে। সেইমতো তাকে ওষুধ দেওয়া হয়।

তবে তাতে কাজ কিছুই হচ্ছিল না। হাসপাতালে নিয়ে গিয়ে তাকে পরীক্ষা করতেই চিকিৎসকের চক্ষু চড়কগাছ! এতটুকু মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে, জানতে পারেন চিকিৎসক।

পাঁচ বছরের ছোট্ট মেয়েটি তার পুত্র সন্তানের জন্ম দেয়। তৎকালীন সময়ে সে হয়ে উঠেছিল গবেষকদের কৌতূহলের পাত্রী। পেরুর বিখ্যাত লা প্রেসি মেডিকেল জার্নালে তাকে নিয়ে বহু গবেষণাপত্র ছাপানো হয়েছিল।

আরো পড়ুন: রেললাইনে দাঁ’ড়ি’য়ে সেলফি, ট্রেনের ধা’ক্কা’য় মুহূর্তে শে’ষ দুই তা’জা প্রাণ

এতটুকু মেয়ে কিভাবে গর্ভবতী হলো? জানা যায় ছোট বয়সেই সে হয়তো বাড়িতে কারও কাছে কিংবা প্রতিবেশীদের কারও কাছে ধ’র্ষি’তা হয়েছিল। তবে সে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি লিনা।’

আরো পড়ুন: আজ “কি’স ডে”, কিন্তু এই দুই রাজ্যে চু’মু খাওয়া একদম বা’র’ণ

লিনার সন্তান 40 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। বড় হওয়ার পর লিনা বিয়েও করেন। চিকিৎসক গেরার্ডো লোজাডার ক্লিনিকেই সেক্রেটারির কাজ করতেন লিনা। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কারো কাছে কোনো কথা বলতেন না। সাংবাদিকদের কাছে এই বিষয়ে তিনি কোনো সাক্ষাৎকার দিতেও রাজি ছিলেন না।