সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ “কি’স ডে”, কিন্তু এই দুই রাজ্যে চু’মু খাওয়া একদম বা’র’ণ

প্রথা হিসেবে বহু বছর ধরে ভ্যালেন্টাইন দিবসের আগের দিন অর্থাৎ ১৩ ফ্রেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চু'মু খাওয়ার দিন হিসেবে পালন করে প্রায় বিশ্বেরএকাধিক দেশ। হৃদয়ে যে ভালবাসা বা প্রেম আছে তা প্রকাশ করতে আমরা নানা রকম মাধ্যমের সাহায্য নিয়ে থাকি।

প্রথা হিসেবে বহু বছর ধরে ভ্যালেন্টাইন দিবসের আগের দিন অর্থাৎ ১৩ ফ্রেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চু’মু খাওয়ার দিন হিসেবে পালন করে প্রায় বিশ্বের একাধিক দেশ। হৃদয়ে যে ভালবাসা বা প্রে’ম আছে তা প্রকাশ করতে আমরা নানা রকম মাধ্যমের সাহায্য নিয়ে থাকি।

তারই একটা মাধ্যম চু’মু, যা ইউরোপ ও আমেরিকার প্রায় সব দেশেই হয়ে থাকে। এশিয়াতে চু’মুর সাহায্যে ভালবাসা প্রকাশ সাধারণত ঘরের ভিতর। প্রকাশ্যস্থানে এর ব্যবহার নেই বললেই চলে। বলা হয়ে থাকে, চু’মুর প্রকারভেদ দিয়ে ভালবাসা যে নানা স্তরের তা প্রকাশ করা হয়ে থাকে।

আরো পড়ুন: কাশ্মীরের স্বাধীনতা নিয়ে বি’ত’র্কি’ত পো’স্ট করায় KFC সহ একাধিক সংস্থা গুজরাটে বি’ক্ষো’ভে’র মু’খে

তবে কি’স সম্পর্কে কিছু তথ্য জানলে আপনি অবাক হবেন। এর মধ্যে কয়েকটি হল-

১. সাধারণত দম্পতিরা 12 সেকেন্ডের জন্য কি’স করে।

২. প্রতি তিনজনের মধ্যে দুজন কি’স করার সময় তাদের মাথা ডান দিকে কা’ত করে ।

৩. মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান এবং কানেকটিকাট রাজ্যে রবিবার প্রকাশ্যে কোনো মহিলাকে কি’স করা নিষিদ্ধ।