সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মৃ’ত্যু’র ঠিক আগ মু’হূ’র্তে একজন মানুষের কেমন অভিজ্ঞতা হয়? গবেষণায় মি’ল’লো চা’ঞ্চ’ল্য’ক’র উত্তর

কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কিন্তু জন্ম ও বিয়ের পরে জীবনটা চাক্ষুষ করা গেলেও মৃত্যুর পরে জীবনটা কেন প্রত্যক্ষ করা যায় না। কিংবা মৃত্যুর পর কি আছে তা জানবার জন্য আকুল আগ্রহে অপেক্ষায় থাকেন মানুষ কিন্তু ইহজগতে তা বোঝা দায়।

মৃত্যুর পরে আদৌ কি কোন আত্মার অস্তিত্ব থাকে কোথায় যায় মানুষের আত্মা এমন নানান প্রশ্ন ভিড় করে আসে মনের মধ্যে। তার কোন উত্তর পাওয়া যায় না। মৃত্যুর আগে মানুষের কি অনুভূতি হয় তা জানবার আগ্রহ সকলের। সম্প্রতি ব্রিটিশ কলম্বিয়ার একদল গবেষক এবং চিকিৎসক এই সংক্রান্ত একটি দীর্ঘ গবেষণা চালিয়ে গিয়েছেন।

সেই চিকিৎসকরা দাবি করেছেন গবেষণায় দেখা গিয়েছে মৃত্যুর ঠিক আগে মুহূর্তে একজন ব্যক্তির মস্তিষ্কে অতীতের সমস্ত স্মৃতি একবার ঘুরপাক খেয়ে যায় ঠিক সিনেমার মতন।ভ্যাঙ্কুভার জেনারেল হাসপাতালের এক মরণাপন্ন রোগের চিকিৎসা চলাকালীন তাকে জিজ্ঞাসাবাদ করে এমনটাই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন ওই চিকিৎসক এবং গবেষকরা।

আরো খবর: ফেব্রুয়ারি মাসে এই চার রাশির লোকেরা বি’রা’ট সা’ফ’ল্য লা’ভ করবে, হবে ক’র্মে উ’ন্ন’তি

ওই রোগী মৃগী আক্রান্ত। চিকিৎসার জন্য ইলেকট্রোনসেফালোগ্রাফি নামের একটি পরীক্ষা করা হয়। মস্তিষ্ক থেকে উৎপন্ন হওয়া তড়িৎ সংকেত ধরা পড়ে এই পরীক্ষার মাধ্যমে। সেখানেই ধরা পড়ে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে জীবনের সমস্ত সুন্দর স্মৃতিগুলো ফিরে পাওয়া যায় ছবির মত।

টুকরো টুকরো করে ভিড় করে আসে সেই ছবি। মাথার মধ্যে ভাসতে থাকে জীবনের সেই সুন্দর মুহূর্ত গুলো। এগুলো আর চেষ্টা করলেও কোনোদিন ফিরে পাওয়া যায় না। কিন্তু সেই অদেখা সিনেমার মতোই সেগুলো মৃত্যু পথযাত্রী মানুষের স্মৃতিচারণায় থেকে যায়।