সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কো’ভি’ড এলো কিভাবে? কোনো প্রাণী না গবেষণাগার? এতদিনে মি’ল’লো উত্তর

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল নিয়ে এখনও নানা মুনির নান মত। কেউ কেউ মনে করেন এই ভাইরাস বন্যপ্রাণীর থেকে ছড়িয়ে পড়েছিল। আবার কারও মত, এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল গবেষণাগার থেকে।

অবশেষে অতিমারি শুরুর দু’বছর পরে কি খুঁজে পাওয়া গেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল। দু’টি তত্ত্ব বলছে, এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল চিনের উহান প্রদেশের সামুদ্রিক খাবারের বাজার থেকেই।

নতুন তত্ত্বে গবেষণাগারে এই ভাইরাসের উৎপত্তি এই ধারণা উড়িয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি Science নামক জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে দাবি করা হয়েছে, Huanan Seafood Wholesale Market-ই হল এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রাথমিক কেন্দ্র।

আরো পড়ুন: অর্পিতার বাড়ি থেকে উ’দ্ধা’র হওয়া কো’টি কো’টি টাকার কি হবে? কোথায় কিভাবে খরচ হ’বে?

গবেষকদলের অন্যতম প্রধান ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন জানান, সমস্ত তথ্যপ্রমাণ একটি দিকেই নির্দেশ করছে, এই ভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্রে ছিল উহানের এই বিশেষ বাজারটি।