সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“B” দিয়ে না’ম শুরু হওয়া মানুষেরা কেমন হয় জী’ব’নে?

কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর দিয়ে তার ব্যাক্তিত্ব কেমন হতে পারে সে সম্পর্কে জানা যায় আমাদের জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে। যেমন B অক্ষর দিয়ে মানুষের ব্যক্তিত্ব কেমন তা আসুন জেনে নেওয়া যাক।

১. নামের আদ্যক্ষরে ‘B’ থাকা মানুষগুলি সাধারণত সৃজনশীল, বিশ্লেষক, বিশ্বস্ত এবং কিছু কিছু ক্ষেত্রে জেদী প্রকৃতির হয়ে থাকেন। নেতিবাচক দিক সব মানুষেরই আছে সব এঁদের চরিত্রের ইতিবাচক দিকও রয়েছে ভূরি ভূরি। মানুষের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন এই বি অক্ষরের মানুষেরা ফলে এঁরা খুব ভাল বন্ধু, সহকর্মী ও পার্টনার হতে পারেন।

২. কেরিয়ারের দিক থেকেও এই মানুষগুলি সফল হয়। প্রচণ্ড রকম সৃজনশীল, শিল্পমনস্ক এবং কল্পনাপ্রবণ প্রকৃতির মানুষ এঁরা। সঙ্গীত, লেখালিখি, অঙ্কন-সহ সৃজনশীল দিকে এঁদের ব্যুৎপত্তি থাকে। তবে এঁরা সাধারণত পরিস্থিতি বিশ্লেষণ করেন। জটিল সমস্যাগুলি সমাধান করার বিষয়টি উপভোগও করেন। ফলে অঙ্ক, বিজ্ঞানের ক্ষেত্রেও এঁরা সাফল্যের অধিকারী হতে পারেন।

৩. যাঁদের নাম ‘B’ দিয়ে শুরু হচ্ছে, তাঁরা রোমাঞ্চ-প্রিয় হন হন। নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে পছন্দ করেন। সেই সঙ্গে যে কোনও ধরনের ঝুঁকি নিতে এঁরা সদা প্রস্তুত। এখানেই শেষ নয়, এঁরা ভ্রমণপ্রেমী প্রকৃতির হন। সামাজিক মেলামেশার ক্ষেত্রেও এই মানুষগুলির জুড়ি।

আরো খবর: রান্নাঘরকে বি’দা’য় জা’না’চ্ছে এই জনপ্রিয় টিফিন বক্স, ব্যবসা গুটিয়ে নি’চ্ছে এই সংস্থা

৪. এই ধরনের মানুষের কিছু দুর্বলতাও থাকে। এঁরা সাধারণত জেদী আর অনমনীয় হয়ে থাকেন। নিজদের বিশ্বাসে দৃঢ় থাকেন। কোনও কিছু পরিবর্তন করতে চান না। ফলে নতুন কিছু শিখতে বা নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে এঁদের অনেক সময় লেগে যায়। আবার কোনও রকম আপোসের পথেও এঁরা হাঁটেন না। কখনও কখনও আবার আবেগপ্রবণ হয়ে পড়েন। ফলে অনেক সময় ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলেন।

৫. নামের আদ্যক্ষরে ‘B’ থাকা মানুষগুলি প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও অত্যন্ত বিশ্বাসযোগ্য হয়। সেই সঙ্গে যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই এঁরা প্রতিশ্রুতিবদ্ধ হন। সঙ্গীকে গুরুত্ব দিয়ে থাকেন। সব সময়ই সঙ্গীর পাশে থাকার চেষ্টা করেন। এঁরা সাধারণত বন্ধুত্বপূর্ণ। স্বভাবে কেয়ারিং হন। আর সম্পর্কের দায়দায়িত্বও সুন্দর ভাবে পালন করেন।