সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাস্তুশাস্ত্র: মা লক্ষ্মী হ’তে পারেন রুষ্ট! বাড়ির ছা’দে এই জিনিসগুলো ভু’লেও রাখবেন না

বাস্তুশাস্ত্র মতে বাড়িতে এমন বেশ কিছু সামগ্রী রাখা নিষিদ্ধ যা কার্যত বাড়িতে অশান্তির আবহ তৈরি করে। এতে পরিবারের সদস্যদের উপর খারাপ প্রভাব পড়ে। দেবী লক্ষ্মীও এতে রুষ্ট হতে পারেন। এক নজরে দেখে নিন বাড়ির ছাদে কোন কোন জিনিস রাখা ঠিক নয়।

কুজো বা ভাঙ্গা গামলা : বাড়ির ছাদে কুজো ও ভাঙ্গা গামলা রাখা ঠিক নয়। এগুলিকে অশুভ বলে মানা হয়।

ময়লা : বাড়ির ছাদে ময়লা ফেলে রাখা উচিত নয়।

পাতা : ছাদের উপর পাতা জমলে পরিষ্কার করা উচিত।

বাঁশ : বাড়ির ছাদে বাঁশ রাখা অশুভ।

ঝাঁটা : ছাদে ভুল করেও ঝাঁটা রাখবেন না।

দড়ি : বাড়ির ছাদে দড়ি বেঁধে রাখা যাবে। কিন্তু দড়ি গুচ্ছ করে রাখা যাবে না।

মরচে ধরা জিনিস : ছাদে মরচে ধরা জিনিস রাখা যাবে না।

কাঠের জিনিস : কাঠের জিনিস ছাদে রাখাও ঠিক নয়।

রদ্দি : বাড়ির ছাদে পুরনো কাগজ, খাতা রাখা উচিত নয়।