সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়ির পুরুষদের ধূ’ম’পা’নে’র জন্য অসুস্থ হচ্ছেন বাড়ির মহিলারা, সমীক্ষায় মি’ল’লো চাঞ্চল্যকর ত’থ্য

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়- এই কথা আমরা বহুদিন ধরেই শুনে আসছি। প্রতি বছর প্রায় ৭০ শতাংশ মানুষ সিগারেটের বিষক্রিয়ায় মারা যাচ্ছেন এবং ৮০ শতাংশ মানুষ মারা যাচ্ছে তামাকজাত অন্য পদার্থের সেবনে।কিন্তু তাতে কার কি! এতে হুঁশ নেই মানবজাতির। ধূমপানেই ডুবে থাকে তারা।

বেশিরভাগ পুরুষ এবং কিছু শতাংশ মহিলা নিজেদের জীবন বা পরিবারের কথা না ভেবেই অবাধে ধূমপানের জীবনকেই বেছে নিয়েছেন। তারা নেশায় এতটাই মত্ত হয়ে থাকেন যে তারা ভুলে যান তাদের পরিবারের কথা। একবারও ভেবেও দেখেন না যে তাঁরা না থাকলে তাঁদের পরিবারের মানুষগুলোর কী হবে। ধূমপান ছাড়া প্রসঙ্গে অনেকেই বলে থাকেন যে বিষয়টা যতটা মনে করা হয়, অতটাও সহজ নয়। চাইলে নেশা করা যায়, কিন্তু সহজে নেশা থেকে মুক্তি পাওয়া যায় না। এর পিছনে সবথেকে বড় কারণ এই যে তারা কখনো চেষ্টাই করেন না।

কিন্তু জানেন কি সিগারেট যাঁরা খাচ্ছেন ক্ষতি যে শুধু তাঁদেরই হচ্ছে তা নয়। কেউ যখন সিগারেট খান তখন তার আশেপাশে থাকা বন্ধু, পারিবারিক সদস্যদেরও এর দ্বারা আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। সম্প্রতি কানপুরের জিএসভিএম হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের একটি নতুন গবেষণায় প্রকাশিত তথ্যে জানা গিয়েছে, যে সমস্ত পুরুষ ধূমপান করেন তাদের স্ত্রী এমনকি পরিবারের বাকি সদস্যদের প্যাসিভ স্মোকিংয়ের কারণে নানা ধরণের রোগ হতে পারে।

আরো পড়ুন: মহিলার জানালা পরিষ্কার করার কা’য়’দা দে’খে আঁ’ত’কে উঠলেন সোসাইটির সকলেই, রইলো ভিডিও

বর্তমানে কখনোই সিগারেটের নেশা না করেও মহিলারা প্রচুর পরিমাণে সিওপিডি রোগে ভুগছেন ঠিক এই কারণেই। ওই গবেষণার মাধ্যমে এও জানা গিয়েছে যে ধূমপান ছাড়াই Chronic Obstructive Pulmonary Disease এ আক্রান্ত হচ্ছেন অধিকাংশ নারী। তাহলে এই ধরণের রোগ হচ্ছে কোথা থেকে, সেই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে তাঁদের স্বামীরা অতিরিক্ত মাত্রায় সিগারেটের নেশা করেন।

সিওপিডি রোগে আক্রান্ত প্রায় ১৭০ জনের উপর গবেষণা করে দেখা গিয়েছে যে এর মধ্যে প্রায় ২৬ শতাংশ মানুষ একটিও সিগারেট খাননি। আর ৫৫ শতাংশ আক্রান্ত নারীর এই রোগের কবলে পড়ার কারণ স্বরূপ জানা গিয়েছে যে তাঁদের স্বামী, বাবা বা পরিবারের অন্য কোনও সদস্য বাড়িতে থেকেই সিগারেট খান।

আরো পড়ুন: সবথেকে “কিউট” ইলেকট্রিক স্কুটার, চা’লা’তে লা’গ’বে না লাইসেন্স

কিন্তু কেন এই ধরণের রোগে আক্রান্ত হচ্ছেন তারা, সে প্রসঙ্গে জানা গেছে যে সিগারেটের ধোঁয়া বাতাসে ছড়িয়ে সবার নিঃশ্বাসে মিশে গিয়ে প্রত্যেককে ভীষণ রকম অসুস্থ করে তুলছে। তাই নিজেকে সুস্থ রাখতে এবং পরিবারের বাকি সদস্যদের সুস্থ জীবনের কথা ভেবে অবিলম্বে সিগারেটকে জীবন থেকে দূরে সরান। অন্তত চেষ্টা তো করে দেখুন। চেষ্টা করলে মানুষ কি না করতে পারে!