সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবথেকে “কিউট” ইলেকট্রিক স্কুটার, চা’লা’তে লা’গ’বে না লাইসেন্স

এবার বাজারে এসে গেল এক সুন্দর চেহারার ইলেকট্রিক স্কুটার। যা দেখে একটা বিশেষণই মনে আসবে, তা হল ‘কিউট’। এই ইলেকট্রিক স্কুটার সম্বন্ধে জানা গিয়েছে যে খুব সহজেই শিশু থেকে প্রবীণ এটি চালাতে পারবেন।

এটি হল Hoover Electric Scooter। স্কুটারটির ডিজাইন বেশ সহজ। এর লোড ক্ষমতাও ২৫০ কেজি পর্যন্ত। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ১২ বছর বয়সী কিশোর-কিশোরীরা থেকে শুরু করে বয়স্করাও এটিকে আরামে চালাতে পারবেন এবং ২ জন ব্যক্তি একবারে এটি চালাতে পারে।

এই ইলেকট্রিক স্কুটারটিতে একটি 60v 25Ah ব্যাটারি রয়েছে। সম্পূর্ণ চার্জ হতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। অর্থাৎ একবার ফুল চার্জে ১১০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই স্কুটারটি।

এটি মাত্র ৩ সেকেন্ডে টপ স্পিড বা সর্বোচ্চ গতির অ্যাক্সিলরেশন নিয়ে নিতে পারে। Hoover Electric Scooter এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২৫ কিমি।

আরো পড়ুন: ১ মার্চ শিবরাত্রি, মহাদেবের আ’শী’র্বা’দে এই কয়েকটি রাশির ভা’গ্য ঘু’র’বে

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই ইলেকট্রিক স্কুটার চালানোর জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না, যা শিশুদের ক্ষেত্রে খুবই ভালো একটা ব্যাপার। মূলত স্কুল এবং কলেজগামী শিশু-কিশোর-তরুণদের কথা মাথায় রেখে কোম্পানি বিশেষভাবে এই ইলেকট্রিক স্কুটারটি ডিজাইন করেছে।

Hoover Electric Scooter এর বিশেষত্ব হল এর টায়ারটি ৮ ইঞ্চি চওড়া। এত চওড়া টায়ারের জন্যই এর রাইডিংকে একটি মজাদার রাইডে পরিণত করে। Hoover Electric Scooter এর মোট দাম ৭৫ হাজার টাকার কাছাকাছি রাখা হয়েছে। কোম্পানির সাইটে গিয়ে ১৫ হাজার টাকায় এটির বুকিং করা যেতে পারে।