সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চিকিৎসা ক্ষে’ত্রে ইতিহাস সৃ’ষ্টি! প্রথম ট্রায়ালে এক ওষুধেই গা’য়ে’ব ক্যান্সার

ক্যানসার রোগের ওষুধ তৈরী হয় নি এখনও, এমন কথা শোনা যায় হামেশাই। কিন্তু এই সমস্ত কথাকে একেবারে ভুল প্রমাণিত করেছে চিকিৎসকেরা। বিশ্বাস হচ্ছে না? চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এই প্রথম, যা আগে কোনোদিন ঘটেনি। ট্রায়ালেই ভ্যানিশ ক্যানসার, শুধু কি একজনের? তা কিন্তু নয় সব ক্যানসার রোগীদের একই অবস্থা।

মোট ১৮ জন ক্যানসার রোগীদের ওপর এই পরীক্ষা করা হচ্ছিল, টানা ৬ মাস থেকে এই ওষুধ তাঁদের দেওয়া হচ্ছিল, কিন্তু রেজাল্ট এমন আসবে তা কেউ ভেবে উঠতে পারে নি। মাস ছয়েকের রেজাল্টে তারা সবাই ক্যানসার মুক্ত হয়ে উঠেছে। যা সত্যি অবাক করার সাথে সাথে চিকিৎসা বিজ্ঞানকে এক নতুন পথ দেখাবে বলেও সবাই মনে করছে।

অনেকেই হয়তো জানতে চাইছেন ওষুধের নাম, এই ওষুধের নাম হল ডোস্টারলিম্যাব। ল্যাবরেটরিতে তৈরী এই ওষুধ, যেটা কিনা মানব দেহে এন্টিবডির কাজ করছে। মোট ১৮ জন রোগীর ওপরে পরীক্ষা করা হয়, এই ১৮ জনের প্রায় সবাইকেই কেমোথেরাপি দেওয়া হয়, সাথে দেওয়া হয় রেডিয়েশনও। এমনকি অস্ত্রপ্রচারো হয় অনেকের।

আরো পড়ুন: উত্তরবঙ্গ জু’ড়ে অতি ভা’রী বৃষ্টিপাতের সম্ভাবনা, জা’রি স’ত’র্ক’তা!

কিন্তু কাভের লাভ কিছুই হচ্ছিল না তাঁদের। অনেকের অনেক রকম সমস্যা সামনে উঠে আসে। কেউ হয় যৌন ক্ষমতা হারিয়ে ফেলে, কেউ হয়তো মূত্র নালীর সমস্যায় ভোগেন। কিন্তু যখনই তাঁদের ধাপে ধাপে চিকিৎসা করা হয় এই নতুন ওষুধের দ্বারা, টানা ৬ মাস। সত্যি তাঁদের রি কভারি দেখে অবাক হয়ে যায় সকলে, একেবারে ক্যানসার মুক্ত হয়ে ওঠে ১৮ জন।