সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হিন্দিভাষীরা ফুচকা বেঁচে, হিন্দিকে অ’প’মা’ন করে বি’ত’র্ক উ’স্কে দিলেন তামিল মন্ত্রী

ভাষা নিয়ে দ্বন্দ্ব এবং তর্ক সর্বদাই চলে আসছে, তবে যে, যে ভাষাতে কথা বলতে অভ্যস্ত সে সেটাকেই ভালোবাসে। অনেক সময় দেখা যায় স্থানীয় ভাষাকে অবজ্ঞা করে অন্য ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে।

কয়েক দিন আগেই আর জে অয়ন্তিকা বাংলাভাষাকে কেন্দ্র করে একটি মন্তব্য করেছিলেন, যার ফলে বড়োসড়ো রকমের একটি বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন তিনি। সেই একই রাস্তায় হেঁটে নতুন বিতর্কের জন্ম দিলেন তামিলনাড়ুর উচ্চ শিক্ষা মন্ত্রী কে পোরমুদি।

কোয়েম্বাটুরের রাজ্য চালিত একটি ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভাষণ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন তামিলনাড়ুর উচ্চ শিক্ষা মন্ত্রী কে পোরমুদি, যেখানে তিনি পানিপুরি বিক্রেতাদের “হিন্দিভাষী” বলে কটাক্ষ করে বিতরকের জন্ম দেন।

তিনি ডিএমকে উদ্দেশ্য করে বলেন,” সিএন আন্নাদুরাই সবসময় তামিল এবং ইংরেজি ভাষার পক্ষে জোরালো ছিলেন। তিনি একটি গল্প বলেছিলেন, যে বিড়াল এবং ইঁদুরের আলাদা আলাদা প্রবেশদ্বার তৈরি করা উচিত, নয়তো বিড়ালের আসার রাস্তা দিয়ে ইঁদুর আসতে পারে। আন্তর্জাতিক ভাষা হল ইংরেজি এবং সেটাই আমরা শিখছি তাহলে কেন অন্য ভাষার প্রয়োজন আছে?”

আরো পড়ুন: বিজেপিকে মজবুত করতে দলের অ’ন্দ’রে ন’য়া পদ, কি বলছে নেতারা?

তামিলনাড়ুর উচ্চ শিক্ষা মন্ত্রী পোরমুদির এরকম মন্তব্যের প্রতিক্রিয়া জানান ভারতীয় জনতা পার্টির প্রধান মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি প্রতিক্রিয়া করে একটি টুইট করেন এবং যেখানে লেখেন,” যারা হিন্দি ভাষাভাষীর লোক আছেন তাদেরকে একপ্রকার অপমান করা হচ্ছে।

ভারতের সমস্ত ভাষাকেই আমরা সম্মান করি। কিন্তু তামিলনাড়ুর উচ্চ শিক্ষা মন্ত্রী হিন্দি ভাষাকে অপমান করলেন সেটা কি সমর্থন করেন কংগ্রেস? হিন্দি এবং দরিদ্র ভাষাভাষীদের যেভাবে অপমান করা হলো সেটাও কি যুক্তিযুক্ত বলে মনে করেন কংগ্রেস?”