সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলার বাজারে ছে’য়ে গিয়েছে দক্ষিণ ভারতের আম, তবে কি মালদার আম মি’ল’বে না?

স্বাদে ও গন্ধে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে মালদার আমের। এই আম বাংলায় গর্ব। কিন্তু বর্তমানে মালদার আমের বদলে বাজার ছেয়ে রয়েছে দক্ষিণ ভারতের আমে।কিন্তু কেন? তাহলে কি মালদার আমের চাহিদা নেই বাজারে,নাকি উৎপাদন হয়নি সেরকম?

না,চিন্তার কোন কারন নেই।আম চাষীরা জানিয়েছেন প্রতিবারই মালদার আম বাজারে আসতে কিছুটা দেরি হয়। এই বছর ও ব্যাতিক্রম নয়।মালদার গাছ পাকা আম বাজারে আসতে এখনও কিছুটা সময় লাগবে।

সেই আম একবার বাজারে আসলেই ছেয়ে যাবে। সেকারণেই বাজার দখল করেছে চেন্নাইয়ের আম। চেন্নাই থেকে আসা গোলাপখাস আমের দাম কেজি প্রতি ১২০ টাকা। অন্যান্য জাতের আম গুলিও ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরো খবর: নিজের না’মে কি কোনো ট্র্যাফিক “কেস” আছে? কিভাবে জানবেন?

তাপমাত্রা বেশি ও আবহাওয়া অনুকূল থাকার কারণে কেরলে সবার আগে আম পাকে। এরপর একে একে দক্ষিণ ভারতের বাকি রাজ্যের আম পাকতে শুরু করে।

আম ব্যাবসায়ীদের মতে মালদার আম বাজারে যখন আসবে তখন টিকতে পারবে না দক্ষিণ ভারতের আম।এর কারণ – প্রথমত মালদার আমের চাহিদা প্রচুর । দ্বিতীয়ত দক্ষিণ ভারত থেকে আম নিয়ে আসতে ব্যাবসায়ীদের পরিবহণ খরচ বাবদ অনেক টাকা গুনতে হয়।