সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চলন্ত ট্রেনের চাকায় আ’গু’ন লাগার ঘটনায় ব্যা’প’ক চা’ঞ্চ’ল্য ছড়ালো

শুক্রবার চলন্ত ট্রেনের চাকায় আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে যে এদিন সকালে শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশন যাবার পথে নকশালবাড়ির অটল চা বাগানের কাছে চলন্ত কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনের গার্ড দেখতে পান ট্রেনের একটি বাতানুকূল কামরার চাকায় আগুন জ্বলছে।

এরপর তরীঘরী বিষয়টি চালককে জানান। এরপর চালক বিপদ বুঝে যোগযোগ করে বাগডোগরা স্টেশনে। অপর দিকে ট্রেনের চাকায় আগুনের খবর শুনে ব্যাপক আতঙ্কিত হয়ে ট্রেনের যাত্রীরা। এরপর ট্রেনটি বাগডোগরা স্টেশনে পৌঁছানোর আগেই মাটিগাড়া ও নকশালবাড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে যায়। এবং ট্রেনটি বাগডোগরা স্টেশনে পৌঁছাতেই দমকলকর্মীর বুঝতে পারেন ট্রেনের চাকার ব্রেক সু তে কোন কারণে আগুন লেগে গিয়েছিল।

এরফলেই ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছিল। এরপর প্রায় এক ঘন্টা পর রেলের সেফটি অ্যান্ড সিকিউরিটি টিম প্রতিটি কোচ এবং চাকা পর্যবেক্ষণ করার পর পুনরায় ট্রেনটিকে আলিপুরদুয়ার যাওয়ার জন্য সবুজ সঙ্কেত দেয়। তবে কি ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।