সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেল পরিষেবা বন্ধ থা’কা’য় উত্তরবঙ্গগামী বাসের ভা’ড়া অনেকটা বা’ড়’লো! জানুন নতুন ভা’ড়া

বর্তমানে ব্যান্ডেলের লাইনে কাজ করার জন্য বন্ধ হয়ে গেছে উত্তরবঙ্গগামী একাধিক দূরপাল্লার ট্রেন। প্রতিদিন যে সমস্ত মানুষ কাজে আসেন তাদের ভীষণভাবে অসুবিধা হচ্ছে। ট্রেন না চলার সুযোগ নিয়ে বেসরকারি ভলভো বাস রীতিমতো ভাড়া বাড়িয়ে দিয়েছে। কোথাও কোথাও দ্বিগুণ অথবা কোথাও কোথাও তার থেকে বেশি ভাড়া বাড়িয়ে দিয়েছে এই সমস্ত বাস। যাত্রীদের পড়তে হচ্ছে ভীষণভাবে সমস্যায়।কলকাতা থেকে শিলিগুড়ি বাস ভাড়া বেড়েছে হাজার টাকারও ওপরে।

এই প্রসঙ্গে শ্যামলী পরিবহনের প্রতিনিধি অরুন বসাক জানিয়েছেন, ট্রেন বন্ধ হবার ফলে বাসের উপরে ভীষণভাবে চাপ বেড়ে গেছে। এমত অবস্থায় যাত্রীদের পরিষেবা পৌঁচে দেওয়ার জন্য আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

অতিরিক্ত যাত্রী বেড়ে যাওয়ার ফলে আমাদের বাস বাড়াতে হয়েছে। যাত্রী তুলনায় আমরা বাসের ভাড়া অনেকটাই কম নিচ্ছি। কিন্তু বাস বাড়ানোর ফলে আমাদের বাসের ভাড়া কিছুটা বাড়াতে আমরা বাধ্য হয়েছি। অনেক সময় বিমানের ক্ষেত্রে এমন হয়।

আরো পড়ুন: ইয়ামি গৌতম অভিনয় জগতে ১০ বছর পার করলেন, বলিউডে টি’কে থাকতে এই কাজটি করতে বা’ধ্য হয়েছিলেন

পৌলোমী পরিবহন এর প্রতিনিধি বিকাশ সিং জানিয়েছেন, বাসের ভাড়া মাঝে মাঝে কম বেশি হয়। চাহিদা বেশি থাকলে ভাড়া বেড়ে যেতে পারে। তাছাড়া তেলের দাম বাড়লে বাসের দাম বাড়তে পারে। এতে আমাদের কিছু করার নেই।

কর্মসূত্রে কলকাতায় থাকলেও মাসি একদিন করে বাড়ি যান শিলিগুড়ির বাসিন্দা তপন রায়। তপন রায় জানিয়েছেন, জিনিসপত্রে যেভাবে দাম বাড়ছে সেভাবে আমাদের রোজকার বাড়ছে না।

এই পরিস্থিতিতে যদি বাসের দাম বেড়ে যায় তাহলে আমরা কিভাবে যাতায়াত করব। শিলিগুড়ির আরেক বাসিন্দা পুনাম কুমারী জানিয়েছেন, যাত্রী ভাড়া বেড়েছে তার সঙ্গে বেড়েছে পণ্য পরিবহনের খরচ। একটা ছোট বাক্স যদি নিয়ে যায় তার জন্য 300 টাকা চাইছে।