সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রভাষা হিন্দি ন’য় এটি হওয়া উচিত! ব্যক্তিগত মতামত কঙ্গনার

ভারতের রাষ্ট্রভাষা কী হওয়া উচিত?। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বর্তমানে হিন্দি ভাষা নিয়ে বিতর্ক তুঙ্গে। বলিউড আর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির মধ‍্যে যে যুদ্ধটা শুরু হয়েছিল তাতে একে একে যোগ দিচ্ছেন দুই ইন্ডাস্ট্রির অন‍্য তারকারাও।

নিজের মতামত প্রকাশ করেছেন কুইন অভিনেত্রী। সম্প্রতি কঙ্গনার আসন্ন ছবি ‘ধাকড়’ এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ভাষা বিতর্ক নিয়ে প্রশ্ন ওঠে। তবে হিন্দি বা কন্নড় কোনো ভাষার প্রতিই সুর টানেননি তিনি।

এদিন তিনি বলেন, আমার মতে, সংষ্কৃত আমাদের রাষ্ট্রভাষা হওয়া উচিত। কারণ হিন্দি, ইংরেজি, জার্মান, ফরাসি এই সব ভাষাগুলিই সংষ্কৃত থেকে এসেছে।

আরো পড়ুন: মে মাসের শুরুতেই ব্যাংক ব’ন্ধ! দেখে ছুটির তা’লি’কা

তাহলে আমাদের রাষ্ট্রভাষা সংষ্কৃত নয় কেন? স্কুলে এই ভাষাটা শেখা বাধ‍্যতামূলক নয় কেন? তবে কঙ্গনা, চিরদিন বলিউডের প্রতি বিষ উগরেও এদিন অজয় দেবগণকেই সমর্থন করেছেন।

তাঁর মতে, হিন্দি আমাদের রাষ্ট্রভাষা ছিল, আছে আর থাকবেও। হিন্দিকে রাষ্ট্রভাষা হিসাবে অমান‍্য করা মানে দেশের সংবিধানকে অমান‍্য করা।