সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মে মাসের শুরুতেই ব্যাংক ব’ন্ধ! দেখে ছুটির তা’লি’কা

মে মাস শুরু হয়ে গেছে।আপনি কি জানেন, মে মাসে ভারতজুড়ে মোট ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) ছুটির তালিকা অনুযায়ী, দুটি দ্বিতীয় শনিবার এবং পাঁচটি রবিবার মিলিয়ে কলকাতায় মোট ১০ দিন ব্যাঙ্কের কাজ হবে না। চলতি এই মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে জেনেনিন তাড়াতাড়ি।

1 ১ মে (রবিবার): সাপ্তাহিক ছুটি।

2 ২ মে (সোমবার): ইদ। তিরুবনন্তপুরম এবং কোচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরো পড়ুন: স্কুলে খাতা-পেন্সিল নিয়ে যে’তে ভু’লে গিয়েছিল ছাত্রী, মা’র’তে মা’র’তে পিঠ ফা’টি’য়ে দিলো শিক্ষক

3 ৩ মে (মঙ্গলবার): ভগবান শ্রীপরশুরাম জয়ন্তী/ইদ/বাসব জয়ন্তী/অক্ষয় তৃতীয়া। সেই কারণে পুরো ভারতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। শুধুমাত্র তিরুবনন্তপুরম এবং কোচিতে খোলা থাকবে ব্যাঙ্ক।

4 ৮ মে (রবিবার): সাপ্তাহিক ছুটি।

5 ৯ মে (সোমবার): রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

6 ১৪ মে (শনিবার): দ্বিতীয় শনিবার।

7 ১৫ মে (রবিবার): সাপ্তাহিক ছুটি।

8 ১৯ মে (বৃহস্পতিবার): বুদ্ধ পূর্ণিমা। আগরতলা, বেলাপুর, চণ্ডীগড়, দেরাদুন, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরো পড়ুন: OMG: আল্পস পর্বতে ২ মিলিয়ন বছর পু’রা’নো সামুদ্রিক জীবের জীবাশ্ম মি’ল’লো

9 ২২ মে (রবিবার): সাপ্তাহিক ছুটি।

10 ২৮ মে (শনিবার): দ্বিতীয় শনিবার।

11 ২৯ মে (রবিবার): সাপ্তাহিক ছুটি।