Home আন্তর্জাতিক OMG: আল্পস পর্বতে ২ মিলিয়ন বছর পু’রা’নো সামুদ্রিক জীবের জীবাশ্ম মি’ল’লো

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: আল্পস পর্বতে ২ মিলিয়ন বছর পু’রা’নো সামুদ্রিক জীবের জীবাশ্ম মি’ল’লো

সম্প্রতি সমুদ্রপৃষ্ঠ থেকে 8990 ফুট উচ্চতায় সুইস আল্পসের তিনটি পর্বতের উপর সবচেয়ে বড় কিছু প্রাণীর জীবাশ্ম পাওয়া গিয়েছে। প্রায় তিমির আকারের সামুদ্রিক সরীসৃপ জাতীয় প্রাণীর খোঁজ পাওয়া গিয়েছে এখানে।

বৃহস্পতিবার বিজ্ঞানীরা এই জায়গা থেকে ওই প্রাণীর পাঁজর এবং কশেরুকার জীবাশ্ম খুঁজে পেয়েছেন। এই আবিষ্কারে স্বভাবতই বেশ অবাক হয়েছেন তারা।

এই স্থান থেকে ইচথায়োসর নামের প্রাণীর জীবাশ্ম পাওয়া গিয়েছে। একটি প্রায় 69 ফুট লম্বা এবং অন্যটি প্রায় 49 ফুট লম্বা। এই প্রজাতির প্রাণীর দাঁত প্রায় 2.4 ইঞ্চি চওড়া হয় এবং 6 ইঞ্চি লম্বা হয়।

আরো পড়ুন: রাজ্যজুড়ে বজ্রপাতের দা’প’ট, নি’রা’প’দ থাকবেন কিভাবে?

এটি একটি ভয়ঙ্কর শিকারি প্রাণী। এই প্রাণীটি অত্যন্ত শক্তিশালী প্রাণী বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। এই প্রজাতির প্রাণী দৈত্যাকার স্কুইড বড় মাছ এবং ছোট ইচথিওসর শিকার করত।

ট্রায়াসিক যুগের শেষের দিকে এই প্রজাতির বিলুপ্তি ঘটে। এই প্রজাতির প্রাণী 90 মিলিয়ন বছর আগে পর্যন্ত বেঁচেছিল বলে জানা যায়। আজকের নীল তিমি 98 ফুট লম্বা হয়।

পৃথিবীর সর্বকালের বৃহত্তম প্রাণী হিসেবে বিবেচনা করা হয় নীল তিমিকে। বিজ্ঞানীদের দাবি এই ইচথিওসরের প্রজাতি ভবিষ্যতে গবেষণা ক্ষেত্রে অনেক বড় ভূমিকা নিতে পারে।