সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চন্দ্রগ্রহণের কুপ্রভাব কা’টা’তে এই উপায়গুলো করুন, সোমবার এগুলি করুন ৫ ঘন্টা

আগামী ১৬ ই মে হতে চলেছে চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের কিছু বিধিনিষেধ থাকে। প্রাচীন হিন্দু শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের ফলে অনেক কুপ্রভাব পরে সেই জন্যেই এই গ্রহণের সময় কোনরকম শুভ কাজ করা উচিত নয়।

বলা হয় গ্রহণ এমন একটি সময় যখন নেগেটিভ এনার্জি অনেক বেশি সতেজ থাকে। চলতি বছরে বুদ্ধপূর্ণিমা অর্থাৎ ১৬ ই মে তে চন্দ্রগ্রহণ পরেছে, যেটি শুরু হবে সকাল ৭ টা ২ মিনিটে এবং শেষ হবে বেলা ১২টা ২০ মিনিটে ।

ভারতে এই গ্রহণ পরিলক্ষিত হবে না, তবে চন্দ্রগ্রহণের সময় যে কুপ্রভাব গুলি পড়ে সেগুলি কাটাতে কিছু নিয়ম-নীতি মেনে অবশ্যই চলা উচিত।

আরো পড়ুন: বুদ্ধ পূর্ণিমার দিন এই ৩ দেবতার পুজো করুন ম’ন দি’য়ে, স’ব মনস্কামনা পূর্ণ হ’বে

প্রাচীন হিন্দু শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের সময় যদি কোনো শুভ কাজ করা হয়, তবে তার ফল সব সময় অশুভ বলে বিবেচিত হয়। তবে এই প্রভাব কাটানো যায় কিছু নিয়ম-নীতি মেনে। আসুন জেনে নিইষ কি কি সেই নিয়মনীতি, যেগুলো মেনে আপনি গ্রহণের কুপ্রভাব কাটাতে সক্ষম হবেন।

চন্দ্রগ্রহণের সময় “ওম গ্ৰান গ্ৰীন গ্ৰুনসঃ গুরুভে নমঃ” মন্ত্র জপ করা উচিত।

গ্রহণের সময় মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অনেক নেগেটিভ এনার্জি কমে যায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

হিন্দু শাস্ত্রের মত অনুসারে গ্রহণ শুরু হওয়ার আগে এবং গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করতে হয়।

চন্দ্রগ্রহণে গায়ত্রী মন্ত্র জপ করা যেতে পারে।

আরো পড়ুন: পুরুষদের টাক মাথা নিয়ে কটূক্তি এক প্রকার ‘যৌ’ন’ হে’ন’স্থা! অভিযুক্তরা পাবেন শা’স্তি

গ্রহণের সময় অবশ্যই মুখে তুলসী পাতা রাখা উচিত।

চন্দ্রগ্রহণে লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই মা লক্ষ্মীর ধ্যানে মগ্ন হতে হবে।

যাদের রাশিতে শনি দুর্বল অবস্থানে রয়েছে তাদের অবশ্যই উচিত এই সময় শনি মন্ত্র জপ করা।