সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেয়েছেন সু’খ্যা’তি, জড়িয়েছেন বিবাহ বহির্ভূত স’ম্প’র্কে, সোনু নিগমের জীবন সিনেমার থেকে ক’ম না!

এতো জীবন নয়, যেন সিনেমা। তেমনই একজনের কথা বলব যিনি একজন বিখ্যাত বলিউডের গায়ক, যার সুরেলা কন্ঠের সুরের মূর্ছনায় বিভোর হয়ে থাকি আমরা প্রত্যেকে, কিন্তু এই গায়ককে নিজের ক্যারিয়ারের শীর্ষে পৌঁছতে গিয়ে জীবনের অনেক কঠিন সময় পার করতে হয়েছিল, তাই তাঁর জীবনে এত বড় সাফল্য তিনি পেয়েছেন।

তিনি আর কেউ নন তিনি বলিউডের একজন নামকরা গায়ক সোনু নিগম। অনেক ছোট বয়সে প্রায় ৩ বছর বয়স থেকে মঞ্চে গান গাইতে শুরু করেন। অর্থনৈতিক অভাবে তাঁর বাবা-মা তাঁকে গিটারও কিনে দিতে পারেননি, কিন্তু তা সত্বেও তিনি তাঁর অনুশীলন চালিয়ে গেছেন। জীবনের কোনো প্রতিবন্ধকতাই তাঁকে বেঁধে রাখতে পারেননি।

তাই মাত্র ৩ বছর বয়সে বাবার সঙ্গে একটি লাইভ শোতে তিনি গেয়েছিলেন কেয়া হুয়া তেরা ওয়াদার মত গান, যা গেয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর থেকেই শুরু হয় বিভিন্ন অনুষ্ঠানে তাঁর গান গাওয়া, মাত্র ১৮ বছর বয়সে তিনি মুম্বাইয়ে পাড়ি দেন তার ক্যারিয়ারের জন্য। লড়াই শুরু হয় সেখান থেকেই, বহুকষ্টে ১৯৯০ সালে একটি সিনেমার গান গাওয়ার সুযোগ পেলেও সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি, তবে তার প্রতিভায় মুগ্ধ হয়ে পড়েছিলেন গুলশন কুমার, যার ফলে তাঁর আর এক অ্যালবামের গান করার সুযোগ করে দেন। জীবনে বেওয়াফা সনম্ ছিল তাঁর প্রথম প্রজেক্ট যেখানে তিনি গান করেন, এরপর একের পর এক আচ্ছা সিলা দিয়া এ সমস্ত গান গেয়ে রাতারাতি স্টার হয়ে গিয়েছিলেন তিনি।

এরপরে ১৯৯৫ সালে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন বাঙালি মেয়ে মধুরিমা সাথে। অবশেষে ২০০২ সালে তাদের বিয়ে হয় এবং ২০০৭ সালে তাদের পুত্র সন্তান জন্ম নেয় নাম নিভান। তবে তিনি একাধিকবার বহু সম্পর্কে জড়িয়েছেন সুনিধি চৌহান, স্মিতা ঠাকরের মত গায়িকাদের সাথে। তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জনও শোনা যায়। তবে শেষমেশ সন্তানের কথা ভেবে তিনি আবারো দাম্পত্যে ফিরে আসেন। সব মিলিয়ে সনু নিগমের জীবন যেন এক সিনেমা, আর সেই সিনেমার পড়তে পড়তে লুকিয়ে আছে রোমাঞ্চ।