সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অগ্নি-৪ এর স’ফ’ল পরীক্ষণ, মিসাইলের রেঞ্জ বা’ড়া’তেই অধিকাংশ প্রতিবেশী দেশ আওতায় চ’লে এলো ভারতের

ভারত যেকোনো ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষাই সাধারণত ওড়িষ্যার একটি উপকূলে করে থাকে। এবারও ঠিক একই ভাবে গতকাল সোমবার অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত।

এই যে পরমাণু ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম , যার রেঞ্জ ৪০০০ কিমি। যার কারণেই বলতে হবে অগ্নি-৪ এর আওতায় এখন অনেক কয়েকটি দেশ। বিশেষ করে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা অনেকটাই বেশী।

এই সফল উতক্ষেপণের পর বলয়া হয়েছে, এটি একটি রুটিন পরীক্ষা। গতকাল সোমবার সকাল সাড়ে ৭ টা নাগাদ ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এটির সফল উৎক্ষেপণ করা হয়।

আরো পড়ুন: তারকা র‍্যাপারকে খু’ন করা হলো গু’লি করে, আ’ত’ঙ্ক বিনোদন জগতে

ভারত একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চলেছে, তাতে যে আমাদের প্রতিবেশী দুটি দেশের চোখ টাটাচ্ছে সেটা কিন্তু স্পষ্ট। বিশেষ করে চিন ও পাকিস্তনাএর। কিন্তু ভারত কি থেমে থাকার পাত্র? কখনই না।

তাই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চলেছে তারা। গত বছরই ভারত পরমাণু অস্ত্র অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে সফল হয়েছে। যার রেঞ্জ ছিল ১০০০-২০০০ কিমি। কিন্তু গতকাল যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হল, তাঁর রেঞ্জ ২ গুণ, এটি অগ্নি সিরিজের চতুর্থ ক্ষেপণাস্ত্র।