সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিউজিল্যান্ড হ’তে চাইছে “ডার্ক স্কাই নেশন”, ল’ক্ষ্য অন্ধকার আকাশ! ব্যা’পা’র’টা কি?

২০২১ সালে ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে অন্ধকার আকাশের দেশ সংরক্ষণের কাজটি প্রথম শুরু হয়। তাদের মতে, এটা হচ্ছে একটি স্থান, যেখানে রাতের তারার একটি ব্যতিক্রমী বা বিশিষ্ট গুণমান রয়েছে। এমন একটি নিশাচর পরিবেশ তৈরি করে যা বৈজ্ঞানিক, প্রাকৃতিক, শিক্ষাগত এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষভাবে সুরক্ষিত।

এবার একটি অন্ধকার আকাশের দেশ হিসেবে লক্ষ্যমাত্রা নিয়েছে নিউজিল্যান্ডে। আলোর দূষণের হাত থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত বলে জানান গেছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, দ্বীপরাষ্ট্রের প্রধান অংশগুলিতে তৈরি হয়েছে আলোক দূষণ। ওই দেশের সরকার এই দূষণ কমানোর জন্য বিশেষভাবে সক্রিয়।

নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা আলোর দূষণ কমাতে রাতের দৃশ্য সংরক্ষণের চেষ্টা চালাচ্ছেন । আলোর ঝলকানিতে হারিয়ে গিয়েছে চাঁদ-তারারা। চোখ ঝলসে দেওয়া সেই আলোর দূষণ রোধে নিউজিল্যান্ডের বিজ্ঞানীদের এই ধরনের প্রচেষ্টা কতটা সফল হবে, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

আরো পড়ুন: 5G ফোন কিনুন মা’ত্র ১০০০ টা’কা’য়, ফ্লিপকার্টের অ’ফা’র আপনার মা’থা ঘুরিয়ে দে’বে

এই দেশটি প্রায় ৮০ শতাংশ অঞ্চল আলোর দূষণে প্রভাবিত। ফলে দূষণ কমাতে হলে, দেশের বেশিরভাগ অংশে রাতের দৃশ্য সংরক্ষণ করতে হবে। বর্তমানে বিশ্বে ১১৫টি অন্ধকার আকাশের পার্ক রয়েছে। রয়েছে ২০টি সংরক্ষণাগার। এছাড়া বিশ্বে ১৬টি Dark Sky অভয়ারণ্য রয়েছে বলেও ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।