সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ্যুটিং স্প’টে রে’গে গিয়ে অমৃতাকে ক’ষি’য়ে চ’ড় এষার, সব বুঝেও মেয়েকে কিছুই বলেননি হেমা মালিনী

কোনো কোনো সিনেমায় তারকাদের মধ্যে মনোমালিন্য দেখা যায়। কিছু ক্ষেত্রে সেই মনোমালিন্য থেকে ঝগড়াও হয়। তবে নায়িকাদের মধ্যে মনোমালিন্য খুব একটা হাতাহাতির পর্যায়ে পৌঁছায় না। তবে এক্ষেত্রে ব্যতিক্রম হলেন এষা দেওল এবং অমৃতা রাও। ‘প্যায়ারে মোহন’ ছবির সেটে দুই নায়িকার মধ্যে ব্যাপক মন কষাকষি হয়।আর তার জেরে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর কন্যা এষা অমৃতাকে প্রকাশ্যে কষিয়ে থাপ্পড় মারেন।

সবথেকে আশ্চর্যের বিষয় এতকিছুর পরেও মা হেমা মালিনী মেয়েকে শাসন না করে সমর্থন করেছিলেন। কিন্তু অমৃতার গায়ে এষার হাত তোলার কারণ কি তা জানেন! সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হওয়া হেমা এবং এষার একটি পুরনো ভিডিওতে দেখা যাচ্ছে যে মা ও মেয়ে এ প্রসঙ্গে কথা বলছেন। সহ অভিনেত্রী অমৃতাকে থাপ্পড় মারার প্রসঙ্গে এষাকে জিজ্ঞাসা করা হল তিনি বলেন, “কেউ ভুল কিছু করলে তাঁদের তাঁদের কথার মাধ্যমে যদি বোঝানো না যায়, তখন…”।

মেয়েকে মাঝপথে থামিয়ে হেমার বক্তব্য ছিল, “কেউ যদি ভুলভাল কথা বলতেই থাকেন এবং বোঝানোর পরেও না বোঝেন তাহলে একটু অন্যভাবে তাকে বোঝাতে হয়। আমার মেয়ে সেটাই করেছে।” এরপর এষা আরও বলেন, “এই বড় বড় হাত আর কী কাজে আসবে?” এর আগেও এষা এই বিষয়ে এক নামী সংবাদমাধ্যমকে বলেছিলেন, অমৃতাকে থাপ্পড় মারা নিয়ে আমার কোনো আফসোস নেই।

আরো পড়ুন: বলুন তো ডিম আমি’ষ না নিরা’মি’ষ? ত’থ্য তু’লে ধরলেন বিজ্ঞানীরা

পরিচালক ইন্দ্র কুমার এবং ক্যামেরাম্যানের সামনে অমৃতা আমায় যেভাবে অপমান করেছিল তাতে আমার মনে হয়েছিল যে ও নিজের সীমা অতিক্রম করেছে।তাই নিজের আত্ম সম্মান বাঁচাতে উত্তেজনার বশে আমি ওঁকে থাপ্পড় মারি। আমার মনে হয়েছিল আমি ঠিক করেছি। আমার প্রতি দুর্ব্যবহারের জন্য ওঁর ওটাই প্রাপ্য ছিল”। যদিও পরে অমৃতা নিজের ভুল বুঝতে পেরে এষার কাছে এসে ক্ষমা চেয়ে নেন এবং এষাও সব ভুল বোঝাবুঝি মিটিয়ে তাঁকে ক্ষমা করে দেন।