সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নোটব’ন্দি থেকেই পেয়েছেন দু’র্দা’ন্ত বিজনেস আইডিয়া, এখন ৭০০ কোটি কোম্পানির মালিক ইনি

বর্তমান উন্নত প্রযুক্তি দুনিয়ায় প্রযুক্তির ব্যবহার ছাড়া এক পাও চলতে পারবে না মানুষ। পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজকর্ম সবই এখন মুঠোফোনের মাধ্যমে সম্ভব। অফিসিয়াল কাজে কিংবা ব্যক্তিগত কারণে টাকা পয়সার লেনদেন এখন ডিজিটালি চলছে। এজন্য মোবাইলে বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে যার সাহায্য পেমেন্ট করা যায়।

এরমধ্যে জনপ্রিয় অ্যাপ হল ফোন পে। ফোন পে ইতিমধ্যেই বহু মানুষ ব্যবহার করছেন। এই অ্যাপের প্রতিষ্ঠাতা সমীর নিগম কিভাবে এই অ্যাপ্লিকেশনের সূচনা করলেন সেই কাহিনীটা কিন্তু বেশ আকর্ষণীয়। ২০১৫ সালে তিনি ফোন পে নামের একটি অ্যাপ শুরু করেছিলেন যার সাহায্য টাকা লেনদেন করা যায়।

flipkart এর মতো এস সি ই কমার্স কোম্পানিতে তিনি সিনিয়র ইঞ্জিনিয়ারিং ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছিলেন। এই ওয়েব সাইটে নানা ধরনের পণ্যের অনলাইনে কেনাবেচা চলতো। পরে এই ওয়েবসাইট ফ্লিপকার্ট কিনে নেয়। ২০১৫ সালে ফোনপে অ্যাপের প্রতিষ্ঠা করেন ওই ব্যক্তি। পরের বছর অনলাইনের সেটি লঞ্চ হয়েছিল।

আরো পড়ুন: মহালয়ায় পদ্ম হাতে ফটো’শ্যু’ট! নুসরতকে ক’টা’ক্ষ নেটিজেনদের

২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন নোট বন্দির কথা ঘোষণা করেন তখন মানুষের কাছে এর ব্যবহার অনেক বেড়ে যায়। নোট বন্দির পরে এক ধাক্কায় অ্যাপের ব্যবহার বেড়ে যায়। বর্তমান দিনে সমীর নিগমের এই অ্যাপ্লিকেশনটি ৭০০ কোটি টাকার কোম্পানিতে পরিণত হয়েছে। দৈনন্দিন জীবনে বহু মানুষ এই অ্যাপ্লিকেশনের ব্যবহার করছেন।