সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আলিপুরদুয়ারে BJP কর্মীদের ট্রেনে উ’ঠ’তে বা’ধা, স্টেশন থেকে রাজ্য পুলিশকে ঘা’ড় ধা’ক্কা RPF-র

বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে চলছে রাজনৈতিক দ্বন্দ্ব। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একে অপরের বিরুদ্ধে প্রতি পদে পদে লড়াই করছে। রাজ্যে পদ্ম ফুল ফোটাবে এমনই দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে বিজেপি। সোমবার বিজেপির তরফ থেকে নবান্ন অভিযানকে ঘিরে তৈরি হয় পুলিশ এবং আরপিএফের মধ্যে কথাকাটাকাটি। অবশেষে আরপিএফ এর নির্দেশে রাজ্য পুলিশের বেরিয়ে যেতে হয় রেলস্টেশনের থেকে।

রাজ্য সরকারের সঙ্গে বিএসএফের দ্বন্দ্ব অতীতেও দেখা গেছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং ইডির সঙ্গে রাজ্য পুলিশের যে সম্পর্কটা খুব একটা সুসম্পর্কের নেই সেটাও বোঝা গেছে বিভিন্ন ঘটনার মাধ্যমে। এরই মধ্যে গতকাল আরপিএফের সঙ্গে রাজ্য পুলিশের কথা কাটাকাটি হয় যার ফলে রেলস্টেশন থেকে বার করে দেওয়া হয় পুলিশকর্মীদের।

খবর থেকে জানা যায় নবান্ন অভিযানে গতকাল বিভিন্ন রাজ্য থেকে আলিপুরদুয়ার স্টেশনে এসে পৌঁছায় অসংখ্য বিজেপি কর্মীরা এবং সেই স্টেশনে পৌঁছে যান জেলার অতিরিক্ত এসিপি অম্লান ঘোষ এবং আইসি অনিন্দ্য ভট্টাচার্যসহ পুলিশ বাহিনীর। স্টেশনে পৌঁছে তারা বিজেপি কর্মীদের ওপর জোর খাটাতে শুরু করে, এইরকম একটি খবর পাওয়ার পরবর্তীকালে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা ডিভিশনের আরপিএফ সিকিউরিটি কমিশনার দেবাশীষ ব্যানার্জি।

আরো পড়ুন: মেয়েদের বদলে এবার পুরুষরা বেনারসি শাড়িতে পুজো ঘু’র’বে’ন! ছ’ক ভা’ঙ’লে’ন পোশাকশিল্পী

তিনি নির্দেশ দেন এসিপি এবং আইসি অনিন্দ্য ভট্টাচার্যকে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার। জেলা ডিভিশনের আরপিএফ সিকিউরিটি কমিশনার দেবাশীষ ব্যানার্জি জানান,” যারা ট্রেনে করে যাচ্ছেন তারা প্রত্যেকে ট্রেনের কাস্টমার। সাহস কি করে হয় স্টেশনে ঢুকে এইরকম ভাবে ধরপাকড় করতে? যদি ক্ষমতা থাকে তাহলে স্টেশনের বাইরে যা করার ইচ্ছা করুন। স্টেশনের ভেতরে এলাকায় এই ধরনের কাজ করা যাবে না, কারণ এগুলো আপনাদের আওতার মধ্যে পড়ে না।”

কথা কাটাকাটি হলেও সেখান থেকে বেরিয়ে যান রাজ্য পুলিশ প্রশাসন। এই ব্যাপারটিকে উদ্দেশ্য করে এক বিজেপি নেতা কটাক্ষ করে জানান,” পশ্চিমবঙ্গে এখন রানী তন্ত্র চলছে। সরকারের বিরুদ্ধে গিয়ে যে স্লোগান দেবে তাদের ধরা হবে। আমরা চাইছিলাম নবান্নে শান্তিপূর্ণভাবে রওনা দিতে, কিন্তু সেটা রাজ্য পুলিশ করতে দিল না,কারণ রাজ্য সরকারের কথা মতোই আমাদের এখানে পুলিশ এসে আমাদের বাঁধা দিয়েছে, যেটা কখনই উচিত নয়”।