সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঠিক করেছিলেন পদ্মা সেতু না হওয়া পর্যন্ত বি’য়ে করবেন না, অবশেষে স্ব’প্ন স’ফ’ল হলো দুজনের

হাসান মাহমুদ এবং সারজিনা হোসাঈন তৃমা ১০ বছর ধরে জমিয়ে প্রেম করেছেন। তবে এই প্রেমের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল দূরত্ব। দু’জনের বিয়ে ঠিক হওয়ার পরেও তা পিছিয়ে দেন তাঁরা।

তাঁরা বাড়িতে জানিয়ে দেন, Padma Bridge তৈরি না হলে বিয়েই করবেন না। অবশেষে শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করার পর বিয়ের শপথবাক্য পাঠ করেন হাসান এবং তৃমা।

Padma Bridge -এ ফটোশ্যুটও করেন তাঁরা। হাসান মাহমুদ এবং সারজিনা হোসাঈন তৃমার সম্পর্ক প্রায় ১০ বছরের। দু’ জনের বাড়ি পদ্মা নদীর দু’ পারে।

আরো পড়ুন: বীভৎস ভিডিও, বি’রা’ট আওয়াজ করে ফা’ট’লো মেঘ! একজায়গায় হ’লো ব্যা’প’ক বৃষ্টি

তাই যখন পদ্মা সেতুর কাজ শুরু হয় তখনই তারা ঠিক করেছিলেন, ওই সেতু উদ্বোধনের দিনই বিয়ে করবেন। ওই বিশেষ দিনে বিয়ে করার করার কথা তৃমাকে জানান হাসান।

শুনে তৃমাও রাজি হয়ে যান। তাঁরা চোখের সামনেই দেখেছেন পদ্মা সেতুর নির্মাণ করার প্রথম ধাপ। তারপরে আস্তে আস্তে পদ্মার স্প্যান বসানো হয়।

১৪ জুন সন্ধ্যায় যখম পদ্মা সেতু আলোকিত হয়ে উঠল, তখনই হাসানের গায়ে হলুদ হয়। ২৪ জুন ঢাকায় গায়ে হলুদ হয় তৃমার।