সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কো’ভি’ড পরিস্থিতিতে কারো চাকরি গেলে ৫০ শতাংশ বে’ত’ন দেবে কেন্দ্র, জানুন আবেদন পদ্ধতি

করোনাকালে চাকরি হারিয়ে অনেকেই বেশ বিপদে পড়ে গিয়েছেন। এমতাবস্থায় অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের মধ্যে যারা করোনাকালে চাকরি হারিয়েছেন তাদের সাহায্য করার জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা এই প্রকল্পের নাম রাখা হয়েছে অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা। ২০২২ এর ৩০ জুন পর্যন্ত এই বীমা যোজনার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

এই যোজনার আওতায় যারা চাকরি হারিয়েছেন তাদের মোট বেতনের ৫০ শতাংশ ফেরত দেবে কেন্দ্রীয় সরকার। এমপ্লয়িজ স্টেট ইনসুরেন্স কর্পোরেশনের অন্তর্গত এই যোজনায় মোট বেতনের ৫০ শতাংশ ভাতা হিসেবে ফেরত দেওয়া হয়। এই পরিষেবা পেতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির ইএসআই-এ নাম নথিভুক্ত থাকতে হবে। এই পরিকল্পনার আওতায় শুধু কর্মহীন ব্যক্তি একা নয়, তাই পরিবারকেও পরিষেবা দেবে কেন্দ্রীয় সরকার।

এক্ষেত্রে কর্মহীন ব্যক্তির পরিবারকে বিমা সুরক্ষা ও মেডিকেল সুবিধাও দেওয়া হবে। চাকরি হারানোর পর তিন মাস পর্যন্ত এই সুবিধা পাওয়া যেতে পারে। চাকরি হারানোর একমাস পরেই টাকা ক্লেম করা যেতে পারে। তবে এক্ষেত্রে অবশ্য অসংগঠিত ক্ষেত্রে কর্মচারীদের ইএসআই কার্ড থাকা বাধ্যতামূলক। সর্বোচ্চ ২১ হাজার টাকা বা তার কম বেতনভোগীরাই এই পরিষেবা পেতে পারেন।

যারা সরকারের তরফ থেকে এই পরিষেবা পেতে ইচ্ছুক https://www.esic.nic.in/attachments/circularfile/93e904d2e3084d65fdf77932 এই লিঙ্কে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। ফরম ফিল আপ করার পর প্রিন্ট আউট বের করে অন্যান্য তথ্যাদি সহ নিকটবর্তী ইএসআই কেন্দ্রে গিয়ে ফরম জমা দিতে হবে।