সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব’ড়ো সা’ফ’ল্য, ৫ দিনেই ঋ’ণে’র আবেদন ৪০০ কোটি টা’কা’র

গত ৩০শে জুন নবান্নে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থার উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে দশম শ্রেণী উত্তীর্ণরা উচ্চশিক্ষার জন্য রাজ্য সরকারের থেকে এই লোন নিতে পারবেন। সেইমতো আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল ওই দিন থেকেই। গত পাঁচ দিনের মধ্যেই পড়ুয়াদের থেকে প্রায় ৮ হাজার আবেদন জমা পড়েছে লোন নেওয়ার জন্য। এই সংখ্যায় কার্যত অবাক রাজ্য সরকার।

রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই পড়ুয়াদের তরফ থেকে ঋণের জন্য যে আবেদন জমা পড়েছে তা প্রায় ৪০০ কোটি টাকার সমান। নবান্নের তরফ থেকে আরও জানানো হয়েছে যে রাজ্যের মধ্যে থেকে পড়াশোনা করার জন্য ৬ হাজার আবেদন জমা পড়েছে নবান্নের কাছে। অপরপক্ষে রাজ্যের বাইরে পড়াশোনার জন্য ২ হাজার আবেদন জমা দেওয়া হয়েছে। স্নাতক স্তরে পড়াশোনা করার জন্যই সবথেকে বেশি আবেদন জমা পড়েছে বলে জানানো হয়েছে।

ডিপ্লোমা কোর্সে পড়ার জন্য মোট ১২০০ আবেদন জমা পড়েছে রাজ্য সরকারের কাছে। স্কুল নিয়ে পড়ার জন্য বাকি আবেদন জমা পড়েছে। নবান্ন সূত্রে খবর, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য সবথেকে বেশি আবেদন এসেছে বালিগঞ্জ এলাকা থেকে। এর পরেই রয়েছে যাদবপুর এবং তারপর উত্তর পাড়ার স্থান। নবান্নের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে জেলার তুলনায় কলকাতা শহরের পড়ুয়ারাই এই লোনের জন্য বেশি আগ্রহ দেখিয়েছেন।

আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের তরফ থেকে যে মার্কশিট এবং সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে, সেগুলিকে ভালো করে খতিয়ে দেখবে স্কুল শিক্ষা দপ্তর। সেই তথ্য ভালভাবে যাচাই করে তারপর সেগুলিকে ব্যাংকের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ছাত্রছাত্রীরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য আবেদন জানিয়েছে, সেই প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্য খতিয়ে দেখবে ব্যাংক কর্তৃপক্ষ। এরপর ওই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের লোনের টাকা ঢুকে যাবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য সরকার এই লোনের গ্যারান্টার। লোন কিভাবে পরিশোধ করতে হবে সে সম্পর্কে যাবতীয় তথ্য ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে।