সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রথম ১০ থেকে উধাও গৌতম আদানি, আম্বানির কপাল কি তবে আ’রো খু’ল’তে চলেছে?

বছরের প্রথম দিকেই বিরাট ধাক্কা খেলো গৌতম আদানি। জানুয়ারিতে এসে বিশ্বের ধনীতম তালিকা থেকে বাদ পড়ে গেলেন ভারতের অন্যতম প্রভাবশালী ব্যক্তি গৌতম আদানি। ধীরে ধীরে ভারতীয় তার অবস্থা শোচনীয় হতে চলেছে। তার জায়গায় এবার উঠে আসতে পারেন মুকেশ আম্বানি।

গৌতম আদানির বর্তমান সম্পত্তির পরিমাণ ৮৪.৪ বিলিয়ন ডলার অন্যদিকে মুকেশ আম্বানির বর্তমান সম্পত্তির পরিমাণ ৮২.২ বিলিয়ন ডলার। গত এক সপ্তাহ ধরে গৌতম আদানের আদানি গ্রুপের সঙ্গে উঠে পড়ে লেগেছে আমেরিকার আর্থিক সংস্থা হিন্দেনবার্গ রিসার্চ। যার ফলে আদানি গ্রুপের এখন খরা চলছে।

শেয়ার বাজারে একের পর এক স্টকের দাম হুহু করে কমে যাচ্ছে। এর ফলে গৌতম আদানীর সম্পত্তির পরিমাণ অনেকটাই হ্রাস পেয়েছে। ২৪ শে জানুয়ারি একটি রিপোর্টে দাবী করা হয়েছে আদানি গ্রুপ চুরি করে শেয়ার বাজারে তালিকাভুক্ত স্টক গুলির দাম বাড়িয়ে নিয়েছে।

আরো খবর: স্কুলের পর খাদ্য দপ্তরেও চাক’রি দেওয়ার লো’ভ’নী’য় প্র’স্তা’ব, লাগবে শুধু টা’কা! কুন্তলের নয়া কী’র্তি

সাতখানা কোম্পানির মধ্যে ৮৫ শতাংশ নেতিবাচক প্রভাব সামনে এসেছে। এর ফলে তাদের ভিত নড়ে গিয়েছে। জোর ধাক্কা পড়ে গিয়েছে আদানি গ্রুপের স্টকে। ব্লুম্বার্গ রিয়েল টাইম লিস্ট অনুযায়ী ১১ নম্বর স্থানে রয়েছেন গৌতম আদানি, আর তারপরেই রয়েছেন মুকেশ আম্বানি।

গত কয়েকদিনে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এক সপ্তাহে আদানি সম্পত্তি কমেছে ৩৬ বিলিয়ন মার্কিন ডলার। এক সপ্তাহ আগে তার সম্পত্তি ছিল ১২০ বিলিয়ন মার্কিন ডলার তা কমে এসেছে ৮৪ বিলিয়নে।

মুকেশ আম্বানির সম্পত্তি গত ১ দিনেই বেড়ে গিয়েছে ৮০৯ মিলিয়ন ডলার। আদানি যদি সম্পত্তি ক্ষয় হয় তবে স্বাভাবিকভাবেই মুকেশ আম্বানি অনেকটাই উঁচুতে উঠে আসবে তা বলাই বাহুল্য