সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

মাধ্যমিক পরীক্ষা ছাত্র-ছাত্রীদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষা থেকেই শুরু হয় ছাত্রছাত্রীদের যোগ্যতার মাপকাঠি বিচার। মাধ্যমিক পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে সে নিয়ে চলেছে নানান তরজা। বিভিন্ন সময় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে রাজ্যের শিক্ষা মন্ত্রীকে।

এবার অবশেষে সব জল্পনা কাটিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়ে দিলেন আগামী ১৯ তারিখ প্রকাশ করা হবে মাধ্যমিকের রেজাল্ট। আজ টুইট করে সেই কথাই জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

তবে কোন সাংবাদিক সম্মেলন করে নয় টুইট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন মাধ্যমিকের ফল প্রকাশ কবে করা হবে।  আগামী ১৯ মে শুক্রবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

আরো খবর: সারাদিন ক্লা’ন্ত লাগছে? কোনো কা’জ করতেই ইচ্ছে করছে না? তবে কি আপনি “বার্নআউট”-র শিকার?

আজ সকালে টুইটে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সকাল দশটা থেকে পর্ষদ সভাপতি রামানুজ মেধা তালিকা প্রকাশ করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

দুপুর বারোটা থেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। এই বছরের পরীক্ষা শেষ হয়েছে গত মার্চ মাসে। আড়াই মাসের মাথায় ফল প্রকাশ হতে চলেছে বলে জানা গিয়েছে।

এদিকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন স্কুলগুলিতে শুরু হয়ে যাবে তোর জোর। শুরু হয়ে যাবে ভর্তি প্রক্রিয়া। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী।